আমাদের কথা খুঁজে নিন

   

ফ্যাক্স ফ্রম হেড অফিস.... সৈয়দ রাকিব

স্বপ্ন দেখতে ভালবাসি...দৃঢ় ভাবে বিশ্বাস করি যে, আমরা আমাদের স্বপ্নের সমান বড়...

ফ্যাক্স মেশিন তুমি এত নিষ্টুর না হলেও পারতে...... এখন সন্ধ্যা সাতটা কাল ব্যাংক বন্ধ। কাজ প্রায় শেষ। ভল্ট এ টাকা পয়সা উঠে গেছে। ভাউচার গুলো এঁলোমেলো হয়ে আছে। সাইন করা বাকি আছে বেশ কিছু।

নিচে একটু চা খেতে গেলাম হাবিব ভাই ... হাবিব ভাই আমাদের সেকশন ইনচার্জ। তারতারি আসবেন আপনারা...বললেন হাবিব ভাই। ফ্যাক্স মেশিন টা সচল হয়ে উঠল আচমকা। এটা আবার কি ...ফিরে চাইল ম্যাসেঞ্জার ইলিয়াস, ওমা... হাবিব স্যার এটা দেখি কার যেন টেনেস্ফার অডার...কে গেল আবার...?? এই ব্রাঞ্চে আর শান্তি নাই গো স্যার ! ইংরেজি লেখা...আমি তো বুঝিনা ও স্যার... বলতে বলতে দৌড়াল যেন ইলিয়াস। ইলিয়াস এর অপর নাম “রেডিও পট পট ” সারাদিন অনবরত কথা বলতে পারে... আর দুর্দান্ত কাজের।

কাজ আর কথা দুটোই একসাথে চলে... আজ থেকে আড়াই বছর আগে আমরা এক ঝাক নতুন ছেলে মেয়ে, “ব্যাংক এশিয়া” তে এ জয়েন করার পর বেশির ভাগেরই প্রথম পোষ্টিং , নতুন ব্রাঞ্চ, নতুন ম্যানেজার, অগ্নিগিরি ফয়সাল স্যার..., তিল তিল করে আমাদের ব্রাঞ্চ... আজ প্রতিষ্ঠিত একটি ব্রাঞ্চ। মাত্র আড়াই বছরে এত বেশি প্রফিট অন্য কোন ব্রাঞ্চ করেনি...যখন কোথাও আমাদের ব্রাঞ্চ এর প্রসংসা হয় অন্যরকম এক অনুভুতি...নিন্দা করলে বুকটা মোঁচর দিয়ে ওঠে। এটা যে আমাদের নিজ হাতে গড়া... আমাদের টিম টা ভাংগা শূরু হল আচমকা...নিলুফার আপুর বদলে মুন আপু, আট নয় মাস পর মুন আপু চাকরী ছেড়ে একবারে লন্ডন, তারপর সাইফুল স্যার (অন্য ব্যাংক), রিপা আপু, এক পড়ন্ত বিকেলে আমার ব্যাংকিং এর প্রথম বস সজীব ভাই চলে যাবার নির্দেশ পেলেন,সজীব ভাই এর কাছ থেকেই অনেক কিছুর হাতে খড়ি... এর কিছুদিন পরেই প্রিয় আরিফ ভাই, ফয়সাল স্যার (অন্য ব্যাংক), পাগলা জাহিদ, আজমল ভাই, ...... বড় বড় চোখের আমিন স্যার, শান্ত শিষ্ট করিম উদ্দিন আজহার স্যার, প্রপোজাল ভাইয়া বা কমপ্ল্যান বয় আমাদের অত্যন্ত প্রিয় শামীম ভাই আল্লাহর কৃপায় আমাদের টানে বদলী হয়েও ফিরে এলেন...। আরিফ ভাই আমার ডাইরেক্ট বস ছিলেন, আরিফ ভাই এর বদলীর খবর শুনে আমি শিশুর মত কেঁদে ছিলাম ... আমার মনে হয়ে ছিল আমার কি যেন আজ নেই হয়ে গেল। আরিফ ভাই ছাড়া আমি কাজ করব কিভাবে...?এত হেল্পফুল বস মনে হয় কেও পাবেনা যারা আরিফ ভাই এর সাথে কাজ করেনি...! প্রকৃতি নাকি কোন শুন্যতা রাখেনা...আজ প্রায় বছর খানেক আমি আরিফ ভাই কে ছাড়াই আমার কাজ শেষ করতে পারি।

“হারাধনের দশটি ছেলে রইল বাকি সাত... এর মত আমরা আর কয়েকজন ছিলাম পুরনো, সেই প্রথম থেকে... আজ আবার আঘাত, ইলিয়াস এর ভাষায় টেনেস্ফার...... নিষ্টুর ফ্যাক্স তুমি একটি মাত্র ফ্যাকাশে কাগজ এর মাধ্যমে আজ আবার জানিয়ে দিলে আরাফাত... আমাদের প্রিয় আরাফাত, আগামী কর্মদিবসে সকালবেলা... আর আমাদের এই ব্রাঞ্চ এ তার বেখাপ্পা ছোট টাইগুলো বাধা নিয়ে তোড়জোড় করবেনা... কিংবা মুখ টিপে হাসবেনা দিন শুরুর প্রার্থনার সময়টিতে...। ইন্টারকমে ব্যাস্ত ভঙ্গিতে আর বলবেনা “ রাকিব আমার পরিচিত পার্টি, একটা বড় পেমেন্ট আছে তুই ম্যানেজ কর......” ভুলেই গেছিলাম প্রকৃতি তো কোন শুন্যতা রাখেনা......কিন্তু কিছু শুণ্যতা যে প্রকৃতিও পুরণ করতে পারে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.