আমাদের কথা খুঁজে নিন

   

ছেঁড়া স্বপ্ন

তবুও জীবন যাচ্ছে কেটে...জীবনের নিয়মে....
পারবে আমায় এনে দিতে একটুকরো চাঁদের মাটি কিংবা হিমালয়ের চূঁড়ার একটুখানি বরফ নীল আকাশে ভেসে চলা একটুকরো সাদা মেঘ কিংবা আঁধার রাতে তারা লেখা একটি হরফ পারবে দিতে নিকষ কালো অন্ধকারে সূর্যালোক কিংবা দিতে নতুন একটি আমার সোনার বাংলাদেশ মরুভুমির মাঝে কোন বিশাল এক নীল সাগর কিংবা বলতে কোথায় ঐ দূর আকাশের শেষ ? চাওয়াগুলো আমার আজ অদ্ভুত এলোমেলো বাস্তবতার নেই যে ছোঁয়া অকেজো এক ঝাপসা মন তবু আমার শেওলা ধরা গাইছে না এই মনটাতে করছে কেউ আবোল তাবোল অন্যরকম অনুরোধ। পারবে দিতে সেলোভিয়ার মিষ্টি ঐ হাতদুটো কিংবা সত্যজিতের লেখা নতুন কোন এক গল্প পারবে দিতে পিকাসোর হাতে লেখা সিম্ফোনি কিংবা মোযার্টের আঁকা কোন ছবি রঙ তুলি পারবে দেখাতে আমায় ব্যর্থতার ব্যর্থ মুখ নিঃস্ব কোন মানুষের শেষ যাত্রায় হাসিমুখ ?? চাওয়াগুলো আমার আজ অদ্ভুত এলোমেলো বাস্তবতার নেই যে ছোঁয়া অকেজো এক ঝাপসা মন তবু আমার শেওলা ধরা গাইছে না এই মনটাতে করছে কেউ আবোল তাবোল অন্যরকম অনুরোধ। চাইবো শুধু দু'টো জিনিস যদি তুমি পারো দিতে চুপিসারে রেখে যেয়ো যখন আমি ঘুমিয়ে পারবে আমায় ফিরিয়ে দিতে রুপক নামের গানটারে আর আমার গানের গলা যা গেছে কাল হারিয়ে..... (..অর্থহীন..) আমার অসম্ভব পছন্দের একটা গান। আমার মনের অনেকগুলো কথাই বলে দেয়.... "বহুদূর যেতে হবে এখনো পথের অনেক রয়েছে বাকি" --- জানি, আমি তা জানি। প্রার্থনা শুধু এই।

আমার ভেতরের মানুষটা যেন হারিয়ে না যায়। কষ্টের নীলবেদনায় তার অষ্টপ্রহর কষ্টে কাটুক তবু তার মুখের হাসি থাকুক অমলিন। তাই তো আমার "........একাকীত্ব। " এর সঙ্গী শুধু "আমার আমি"। কেন, জানি না, মন অনেক খারাপ।

কিছুদিনের জন্য ডুব দিব। সামু'তে এটা শেষ পোস্ট। আবার হয়তোবা ফিরে আসবো...জানি না তা কবে....হয়তোবা আর নয়। যাই হোক, সবার জন্য শুভকামনা থাকলো। যারা আমার ব্লগ পড়েছেন, মন্তব্য করেছেন তাদের জন্য রইল ভালোবাসা।

ভালো থাকুন সবাই। ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।