আমাদের কথা খুঁজে নিন

   

স্পেনের জয়, ফ্রান্সের ড্র

শুক্রবার রাতে অঘটনের জন্ম দেয়া এই বিশ্বকাপ বাছাই পর্বের খেলাটি হয়েছে জর্জিয়ার বরিস ইরোভনুলি স্টেডিয়ামে।
ফরাসিরা না পারলেও ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ‘আই’ গ্রুপের অপর ম্যাচে ঠিকই জিতেছে স্পেন। ফিনল্যান্ডকে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়েছে বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়নরা।
ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির অলিম্পিক স্টেডিয়ামে স্পেনের পক্ষে গোল দুটি করেন যথাক্রমে ডিফেন্ডার জর্দি আলবা ও বদলি স্ট্রাইকার নেগ্রেদো। ১৮ ও ৮৬ মিনিটে গোল দুটি হয়।
এই জয়ের ফলে ছয় ম্যাচ থেকে চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরো মজবুত হলো স্পেনের। সমান ম্যাচে তিন জয় দুই ড্র ও একটি হারে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স।
ইউরোপীয় অঞ্চলের বাছাই পর্বের নয়টি গ্রুপ থেকে শীর্ষ স্থানে থাকা দেশগুলো সরাসরি বিশ্বকাপে খেলতে পারবে। আর আট শীর্ষ রানার্স-আপের মধ্যে প্লে-অফের মাধ্যমে আরো চারটি দেশ বিশ্বকাপে যাওয়ার সুযোগ পাবে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.