আমাদের কথা খুঁজে নিন

   

write3 নাগরিক সাংবাদিকতা পুরস্কার ২০১১

গুণীজন

write3 নাগরিক সাংবাদিকতা পুরস্কার ২০১১ প্রত্যেক নাগরিক একজন সাংবাদিক[ আপনি কি জাতীয় ইলেট্রনিক মাধ্যমে আপনার প্রতিবেদন প্রকাশ করতে চান? তাহলে আপনার এলাকার কোন নাগরিকের বা প্রতিষ্ঠানের- বিশেষ করে নারীর সাফল্য, ব্যর্থতা, দুর্নীতি বা নির্যাতনের শিকার হওয়ার ঘটনা অথবা আপনার নিজের জীবনের কোন অভিজ্ঞতা বা আপনার এলাকার জীববৈচিত্র ও সংস্কৃতির প্রতিবেদন লিখিত অথবা অডিও করে অথবা ভিডিও আকারে আমাদের পাঠান। আপনার প্রতিবেদন সরাসরি প্রকাশিত হবে http://www.write3.com -এ এবং নির্বাচিত সেরা প্রতিবেদনগুলো জাতীয় প্রচার মাধ্যমে প্রচারিত হবে। সেরা নির্বাচিত প্রতিবেদনগুলোর জন্য রয়েছে আর্থিক পুরস্কার। প্রতিবেদন (লেখা ও ছবি/অডিও সাক্ষাৎকার/ভিডিও ফুটেজ) পাঠানোর শর্তসমূহ ১. প্রতিবেদনটি বাস্তব ও সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরী করতে হবে এবং নিজের কোন মতামত দেয়া যাবে না। ২. একজন একাধিক প্রতিবেদন পাঠাতে পারবেন।

৩. প্রতিবেদনকারীর ফোন নাম্বার, ই-মেইল আ্যড্রেস ও ঠিকানা উল্লেখ থাকতে হবে। ৪. প্রতিবেদনে কারও প্রতি বিদ্বেষমূলক বা উসকানিমূলক বক্তব্য লেখা যাবে না। ৫. ধর্মীয় মূল্যবোধ ও সংস্কৃতিতে আঘাত করে এমন কোনো প্রতিবেদন পাঠানো যাবে না। ৬. প্রতিবেদনটি অবশ্যই আপনার নিজের হতে হবে। অন্য কারও লেখা কপি করা যাবে না।

৭. প্রতিবেদনের চরিত্রগুলোর নিরাপত্তার জন্য প্রয়োজনে ছদ্মনাম ব্যবহার করা যেতে পারে। ৮. প্রতিবেদনে অন্য কোন লেখার আংশিক উল্লেখ থাকলে যথাযথ তথ্যসূত্র উল্লেখ করতে হবে। ৯. প্রয়োজনে প্রতিবেদনে সংশ্লিষ্ট সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের বক্তব্য উপস্থাপন করতে হবে। ৯. লিখিত প্রতিবেদন সর্বনিম্ন ১৫০০ ও সর্বোচ্চ ২২৫০ শব্দের মধ্যে হতে হবে। ১০. ধারণকৃত ভিডিও ৫ মিনিটের এবং অডিও ১০ মিনিটের কম হতে পারবে না।

১১. কোনো মিডিয়ার সাথে নিবন্ধিত সাংবাদিক প্রতিবেদন পাঠাতে পারবেন না। প্রতিবেদনের বিষয়বস্তু ১. কোনো নাগরিক বা প্রতিষ্ঠানের সাফল্য, ব্যর্থতা, দুর্নীতির প্রতিবেদন। ২. আপনার নিজের জীবনের সফলতার গল্প- কাহিনী। ৩. প্রাচীন স্থাপত্য, শিক্ষা প্রতিষ্ঠান, জীববৈচিত্র ও সংস্কৃতির ফুটেজ। ৪. স্থানীয় গুণীজনের অবদানের কথা।

প্রতিবেদন (লেখা ও ছবি/অডিও সাক্ষাৎকার/ভিডিও ফুটেজ) পাঠানোর পদ্ধতি ১. প্রতিবেদন পাঠাতে ২৫ মে, ২০১১ এর মধ্যে http://www.write3.com -এ রেজিস্ট্রেশন করুন। ২. আপনার মোবাইল ফোনে write3 আপ্লিকেশন ডাউনলোড করে এটি ব্যবহারের মাধ্যমে প্রতিবেদন পাঠাতে পারেন। ৩. ক্যামেরা ও রেকর্ডার ব্যবহার করে ছবি ও তথ্য ধারণ করে কম্পিউটার থেকে http://www.write3.com -এ ঢুকে প্রতিবেদন আপলোড করতে পারেন। ৪. এ আপনার প্রতিবেদন পাঠাতে পারেন। প্রতিবেদন পাঠাতে ২৫ মে, ২০১১ এর মধ্যে http://www.write3.com -এ রেজিস্ট্রেশন করুন।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন: ৮১৫৬৭৭২, ৯১৩১৪২৪ (এক্স-১৫৬) http://www.write3.com,


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।