আমাদের কথা খুঁজে নিন

   

একখান কতা

শেখার আছে অনেক কিছু

তোমরা সগায় একখান গান শুইনচেন মুই জানং। ঐ যে ও কি গাড়িয়াল ভাই........। সেই গানত যে চিলমারী বন্দরের কতা আচে তাক তো তোমরা সগায় জানেন। মোর বাড়ির খুবে কাছত হইল চিলমারী বন্দর। কিন্তু অনেকদিন হয়া গেইল মুই বাড়ি যাবার না পাং।

ক্যা না পাং, তাক শুইনবেন? শোনেন তা। এখান চাকরি করং মুই ঢাকাত। এটে কোনা মুই কোনো ছুটি না পাং। আর ছুটি না পাইলে ক্যাং করি যাং মুই বাড়িত! এই জইনতে মুই বাড়ি যাবার পাবার নাইকছং না। কিন্তু বাড়ি যাবার জইনতে মোর বুকখান জলি যায়।

কদ্দিন হয়া গেইল মুই বাড়ি না যাং। শোনেন তোমরা, মুই হনু গ্রামের ছাওয়া। গ্রাম হতে মুই পড়ালেখা করি পাশ কইরছং। কিন্তু এ্যালা থাকা নাগে শহরত। আর এই জইনতে তো মোর আর ভাল না নাগে।

কি যে করিম, তাক ভাবি না পাং। শহরের চায়া হামার গ্রাম অনেক ভাল। মুই বাড়ি যাং আগোত। তোমার সবার গুলার দাওয়াত অইল মোর বাড়িত।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।