আমাদের কথা খুঁজে নিন

   

একখান সুখবর,একখান বিরক্তির খবর :যে যেটা আগে শুনতে চান (হোসেইন)

এই খানে পৃথিবীর বিভিন্ন সাইটের ভালো মন্দ কালেকশান করা হয়

ওয়ারিদ থেকে চাকরি ছেড়ে দিচ্ছি। আগামী ১ সেপ্টেম্বর জয়েন করছি ইউ.এন.ডি.পি বাংলাদেশ অফিসে ,ফিনান্সিয়াল এনালিস্ট হিসেবে। বহুদিন পরে নিজ পড়াশোনার বিভাগে ফিরে যাচ্ছি,এটা অমূল্য আনন্দের। তদুপরি,চাকরির বেতন ও অন্যান্য সুবিধাদী আমার জন্য আকর্ষনীয়,কিন্তু বিপদ আছে একটা । বিকট বিপদ।

সেখানে অফিসের কম্পিউটার দিয়ে ব্রাউজ করা কড়াকড়িভাবে নিষেধ। আমি দিনের বেলা অনেক্ষন সামহোয়্যারে থাকি,(রাতে থাকি না বললেই চলে। )সেটা বোধহয় আর সম্ভব হবে না। (তবে পার্সোনাল ল্যাপটপে মোবাইল থেকে নেট ইউজ করা যায়) এজন্য এমনিতেই একটু মন খারাপের মতো ছিল। তাই এই কয়দিন আমি অনেক বেশি সময় নেটে থাকি।

এক্টু পুষিয়ে নেয়ার চেষ্টা আর কি। --------------------------------------- আজ ঘন্টা খানেক আগে শবেবরাত নিয়ে একটি পোস্ট দিয়েছিলাম। খুব শোভন পোস্ট। প্রথমেই সেখানে ডিসক্লেইমার লাগিয়েছি যে পর্যাপ্ত দলিল এবং রেফারেন্স ব্যাতীত সেখানে কেউ যেন কথা না বলেন এবং অপ্রাসঙ্গিক কোন বিষয় যেন সেখানে টেনে আনা না হয়। আশা করেছিলাম,একটি সুন্দর আলোচনার মাধ্যমে এ বিষয়ে প্রাজ্ঞ ব্লগারদের কাছ থেকে কিছু তথ্য পাওয়া যাবে।

আমরা যারা এ বিষয়ে কম জানি,তারা তাতে উপকৃত হবো। আনফরচুনেটলি সেই পোস্টটি মহামহিম মডারেটরবৃন্দ মুছে ফেলেছেন। মডারেটরদেরকে আমি এ নিয়ে কিছু বলতে চাই না। আল্লাহ উনাদেরকে বিদ্যাবুদ্ধি দান করুন এই কামনা করি। সুতরাং আমার মুছে ফেলা পোস্ট নিয়ে কোন বক্তব্য নেই ।

কিন্তু গোদেঁর উপর বিষফোড়া হয়ে যেটা দেখা দিয়েছে সেটা হইলো উনারা আমারে তারপর ব্যন করে দিয়েছেন। আমি ঠিক জানি না কোন যুক্তিতে উনারা এই কাজ করেছেন। তবে সাইট যার মুল্লুক তার নীতিতে হলে ঠিক আছে,কোন অসুবিধা নেই। ------------------------------------------- নতুন নিক নিয়ে ফিরে আসা দুই মিনিটের মামলা। আই.পি পরিবর্তন,আই.পি লুকানো এগুলো আজকাল শিশুরা পর্যন্ত জানে।

সেটা কোন সমস্যা না। তবে এই সব কর্মকান্ডে আমি ফেডআপ। কারো বুদ্ধিবৃত্তির স্তর এতো নিচু হলে সেখানে ডিসকাশন চালানো আসলেই কষ্টের বিষয়। --------------------------------- আপাতত: আমি ব্লগে বিরতি নিচ্ছি। আর হয়তো কখনো নিজের নামে আসব না।

অন্য কোন নিকফিক নিয়ে মাঝে মাঝে ঢু মেরে যাবো । তবে সেটা ঈদের পরে,আগে নয়। সামহোয়্যার ব্লগ থেকে আমি অনেক কিছু পেয়েছি,বেশ সুন্দর কেটেছে সময়টা। এর জন্য সকলকে ধন্যবাদ। মাঝে মাঝে বিরক্ত হয়ে মুখ খারাপও করেছি ।

তবে সেটা কখনোই আগ বাড়িয়ে করি নি,সবসময়ই সেটি এসেছে প্রতিক্রিয়া হিসেবে। বিশেষ করে ইচ্ছাকৃত ফেতনা সৃষ্ঠিকারীদের বিরুদ্ধে মাঝে মাঝে মুখ খারাপ করতেই হয়েছে। তবু নারী এবং বয়েসের ব্যবধানে আমার সাথে খুব বেশী ছোট বা বেশী বড়োদেরকে সাধারনত:এড়িয়ে গেছি। আশাকরি সবাই পুরো ব্যাপারটিকে স্পোর্টিংলি নিবেন। নো হার্ড ফিলিংস।

অজান্তে যদি কারো মনে কোন দূ:খ থেকে থাকে তাহলে মাপ করে দিয়েন । ব্লগিং শুরু করার পর আমি এক বিশাল জগতের খোজ পেয়েছি। গ্লোবাল ভয়েসেস এ গতরাতে গিয়ে দেখি,হায় মাবুদ,দুনিয়ার ব্লগাররা কতো লক্ষ লক্ষ বিষয়ে কাজ করছেন,লিখছেন,আর আমরা সামহোয়্যারে ফাউল তর্ক করে যাচ্ছি। আমি তাই ইংরেজী ব্লগিংয়ের চেষ্টা চালাবো। মূল স্রোতে যাওয়া দরকার।

বিশ্ব যখন এগিয়ে চলছে,তখন ফিকাহ হাদিস চষে আর কতো বিবি তালাকের ফতোয়া খুজে বেড়াবো?(ডিসক্লেইমার:এই লাইনটির জন্য আবার ব্যন করে দিয়েন না মডারেটর আপা/ভাই। এটি আসলে লিখেছেন কাজী নজরুল ইসলাম নামের এক কবি,তাকে আমাদের জাতীয় কবি বলা হয়। কবি মানে যিনি কবিতা লিখেন। ) ভালো থাকুন সবাই। হ্যাপি ব্লগিং।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।