আমাদের কথা খুঁজে নিন

   

মহিলা মুখ্যমন্ত্রী



ইনডিয়াতে বর্তমানের চার জন মহিলা মুখ্যমন্ত্রী। দু’জন বর্তমানে ক্ষমতায় আছেন: দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতী। মমতা বন্দ্যোপাধ্যায এবং জয়রাম জয়ললিতা সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয়ী হয়ে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন। পশ্চিমবঙ্গে এই প্রথম একজন মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছেন। শীলা দীক্ষিত মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে সবথেকে বেশি সময় ধরে ক্ষমতায় আছেন।

তিনি প্রায় বারো বছর ধরে দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে ক্ষমতায় আছেন। এ পর্যন্ত যে ক’জন মহিলা মুখ্যমন্ত্রী হয়েছেন, তাঁরা সাধারণতঃ পিতা, স্বামী বা বিখ্যাত রাজনৈতিক নেতার হাত ধরেই ক্ষমাতয় এসেছেন। কিন্তু মমতাই একমাত্র ব্যাতিক্রম। ইন্ডিয়ার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালনী। ষাটের দশকে তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন।

সুচেতা কৃপালনীর জন্ম হরিয়ানার আম্বালায় হলেও, তিনি বাঙালি ছিলেন। এরপর সত্তোরের দশকে উরিশ্যার মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন, নন্দিনী সৎপথী। সত্তোরের দশকেই গোয়ার মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন, শশীকলা ককোদকর। আশির দশকে আসামের মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন, আনোয়ারা তৈমুর। আবার আশির দশকেই তামিলনাড়ুর মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন, জানকী রামচন্দ্রন।

এই সময় চার মাসের জন্য দিল্লির মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ। নব্বই দশকে পাঞ্জাবের মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন, রাজিন্দর কাউর ভাট্টাল। সেই সময় বিহারের মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন, রাবড়িদেবী। ২০০৩ সালে, মধ্যপ্রদেশের মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন, উমা ভারতী। ২০০৩-এই রাজস্থানের মহিলা মুখ্যমন্ত্রী হন, বসুন্ধরা রাজে সিন্ধিয়া।

বর্তমানে ইন্ডিয়ার শীর্ষ পদে তিনজন মহিলা: প্রেসিডেন্ট প্রতিভা পাটিল। লোকসভার স্পিকার মীরা কুমার। আর রেকর্ড বার বছর ধরে কংগ্রেসের সভানেত্রী হিসাবে সোনিয়া গান্ধী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।