আমাদের কথা খুঁজে নিন

   

সংসদ ঘেরাও'র কর্মসূচি ওলামা মাশায়েখ পরিষদের



সংসদের আগামী অধিবেশন চলাকালে ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে সম্মিলিত ওলামা-মাশায়েখ পরিষদ। আজ শনিবার মুক্তাঙ্গনে অনুষ্ঠিতব্য মহাসমাবেশে ১৪৪ ধারা জারির প্রতিবাদে পল্টনের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মহিউদ্দিন রাব্বানি এক লিখিত বক্তব্যে জানান, তাদের পূর্ব নির্ধারিত মহাসমাবেশ স্থলে ১৪৪ ধারা জারির প্রতিবাদে চলতি অধিবেশনে সংসদ ঘরাও করে স্পিকারের কাছে স্মারক লিপি প্রদান করা হবে। তিনি নারীনীতি, শিক্ষানীতি বাতিলসহ তাদের সকল দাবি আগামী জুন মাসের মধ্যে মেনে না নিলে জুলাই মাসে হরতাল ঘোষণা করা হবে বলেও সরকারকে আল্টিমেটাম প্রদান করেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা আব্দুল লতিফ নেজামী, মাওলানা যাইনুল আবেদীন, যুগ্ম সম্পাদক আলমগীর মজুমদার ও মাওলানা খলিলুর রহমান মাদানী প্রমুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।