আমাদের কথা খুঁজে নিন

   

সংসদ যুদ্ব



আজ আমরা এমন একটি দেশে বাস করতেছি যে দেশে সংসদে জনগনের কথা না বলে সেখানে চলে সরকার ও বিরোধী দলের মধ্যে নাম নিয়ে মারামারি । দেশের মানুষ কি যুদ্ব করে দেশ স্বাধীন করছে এসব দেখার জন্য?এত বছর পরেও তাহলে আজ আবার বলতে হয় দেশ স্বাধীন করে কি লাভ হল। জনগণ সরকার গঠণ করে জনগনের হয়ে সংসদে কথা বলার জন্য। জনগনের সুখ দুঃখ দেখার জন্য ।

এর ফল হিসাবে আমরা প্র্রতি বছর সংসদ যুদ্ব দেখতে পাই। যে সরকার আসে তারা তাদের এমপি, মন্ত্রী ও সরকারী আমলাদের সুখ দেখার জন্য সংসদে বসে। সরকার তাদের দুঃখ সহ্য করতে পারে না। তাদের সুযোগ সুবিধার অভাব নেই। তাদের আবার ভেতন ভাড়ানো হয়েছে।

জনগন কি তাদের সুখ দেখার জন্য তাদের প্র্রতিনিধী বানিয়েছে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।