আমাদের কথা খুঁজে নিন

   

২০১১ সালের এস.এস. সি পরীক্ষার ফলাফল

হাওয়া ম্যা উড়তা গানটা দাও। ওই টা বাকের ভায়ের হিট গান ।

রাঙ্গামাটি পার্বত্য জেলায় পাশের হার ৬৬.২৯% । জিপিএ-৫ পেয়েছে ৭৫ জন। জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে শীষেৃ কাপ্তাই কেপিএম উচ্চ বিদ্যালয় ।

দ্বিতীয় অবস্থানে রাঙ্গামাটি সরকারী উচ্চ বিদ্যালয়। (মোঃ মোস্তফা কামাল) রাঙ্গামাটিঃ ১২ মে,২০১১ ২০১১ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় রাঙ্গামাটি পার্বত জেলার ৩০৯০ পরীক্ষার্থী কৃতকায্য হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ অর্জন জিপিএ-৫ অর্জন করেছে ৭৫ জন। রাঙ্গামাটি পার্বত্য জেলায় এবছর পাশের হার শতকরা ৬৬.২৯ ভাগ। চট্রগ্রাম শিক্ষা বোর্ডের সার্বিক পাশের হারের চাইতে এই জেলার পাশের হার শতকরা প্রায় ১২ ভাগ কম হলেও ২০১০ সালের তূলনায় এবছর জেলায় পাশের হার বৃদ্ধি পেয়েছে।

উপজেলা ভিত্তিক ফলাফলে রাঙ্গামাটি সদর উপজেলার ফলাফলে রাঙ্গামাটি সদর উপজেলার ফলাফল ভালো হলেও জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষা প্রতিষ্টানের মধ্যে শীর্ষে রয়েছে কাপ্তাই উপজেলার কর্ণফুলী পেপার মিলস উচ্চ বিদ্যালয়। এবছর এ বিদ্যালয় থেকে ২০ জন জিপিএ-৫ অর্জন করেছে। জিপিএ -৫ অর্জনের দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রাঙ্গামাটি সদর উপজেলার রাঙ্গামাটি সরকারী উচ্চ বিদ্যালয় । এই বিদ্যারয় ককে এবছর জিপিএ-৫ অর্জন করেছে ১৫ জন। গতকাল বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটির জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং কেন্দ্র প্রধানের কাছোনুষ্ঠানিক ভাবে এস.এস.সি পরক্ষিার ফলাফল হস্তান্তর করেন।

শিক্ষা প্রতিষ্ঠান সমূহে দুপুরন ২ টায় একযোগে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। রাঙ্গামাটির শিক্ষা গবেষনা প্রতিষ্ঠান সেন্টার ফর হিল ইন ফরমেশন, ডেভেলাপমেন্ট এন্ড রিসোসৃ , রাঙ্গা্মাটি জেলা প্রশাসনের সহযোগিতায় রাঙ্গামাটি জেলার ২০১১ সালের এসএসসি পরীক্ষার সার্বিক ফলাফল চিত্র প্রকাশ করে। চিয়ার্ডের প্রস্ত্ততকুৃত প্রতিবেদনে জানানো হয় ২০১১ সালে রাঙ্গামাটি জেলার ১০ টি উপজেলার ১৩ টি এস.এস.সি পরীক্ষা কেন্দ্র থেকে ৭০ টি উচ্চ বিদ্যালয়ের সর্বমোট ৪৬৬১ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৩০৯০ জন কৃতকার্য এবং ১৫৭১জন অকৃতকার্য হয়। রাঙ্গামাটি জেলা থেকে যে ৭৫ জন পরীক্ষার্থী জিচিএ-৫ অর্জন করে তার মধ্যে রাঙ্গামাটি সদর উপজেলার ৩৬ জন এবং কাপ্তাই উপজেলার ৩৫ জন পরিক্ষার্থী রয়েছে।

বাঘাইছড়ি উপজেলা থেকে ২ জন এবং জুড়াছড়ি উপজেলা থেকে ২ জন জিপিএ -৫ অর্জ ন করে। রাঙ্গামাটি সদর উপজেলায় রাঙ্গামাটি সরকারী উচ্চ বিদ্যালয়ের পাশাপাশি রাঙ্গামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে দ্বিতীয় সর্বোচ্চ ১১ জন এবং লেকার্স পাবীরক স্কুল থেকে তৃতীয় সর্বোচ্চ ৮ জন জিপিএ-৫ অর্জন করেছে। জেলা সদরের বাইরে সাপছড়ি উচ্চ বিদ্যালয় থেকে এবছর ১ জন জিপিএ-৫ অর্জন করেছে। কাপ্তাই উপজেলায় কেপিএম উচ্চ বিদ্যালয়ের পাশাপাশি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয থেকে ৮ জন, বাংলাদেশ নৌবাহিনী উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন, নারানগিরি সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ২ এবং পাহাড়িকা উচ্চ বিদ্যালয়, কাপ্তাই উচ্চ বিদ্যালয় থেকে ১ জন করে জিপিএ-৫ অর্জন করে। জেলার বাঘাইছড়ি উপজেলার কাচালং বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২ জন এবং জুড়াছড়ি উপজেলার ভূবন জয় সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ১ জন এবং বনযোগী ছড়াচচ্চ বিদ্যালয় থেকে ১ জন করে পরিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে।

জেলার ১০ টি উপজেলার মধ্যে উপজেলা ভিত্তিক ফলাফলে রাঙ্গামাটি সদর উপজেলা হতে সর্বোচ্চ ৭৭.৪৬ % কৃতকার্য হয়েছে। অপরাপর উপজেলার মধ্যে লংগদু উপজেলায় ৪৬.৪১%, বরকল উপজেলায় ৫৮.৩৭%, জুঢ়াছড়ি উপজেলায় ৬৩.৫৬ %, কাউখালী উপজেলায় ৬৭.৬১%, বাঘাইছড়ি উপজেলায় ৫৬.৪২%, নানিয়ারচর উপজেলায় ৭৬.৪০%, কাপ্তাই উপজেলায় ৭৪.১৮%, রাজস্থলী উপজেলায় ৪৯.৩৪%, এবং বিলাইছড়ি উপজেলায় ৫৭.০৭ % পরিক্ষার্থী কৃতদকার্য হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।