আমাদের কথা খুঁজে নিন

   

উবুন্টু টিউটোরিয়ালঃ Conky-ডেস্কটপ প্রসেস মনিটরিং ইউটিলিটি



সিস্টেমের বিভিন্ন প্রসেস মনিটরিংয়ের জন্য বিভিন্ন উইজেট, গেজেট, ইত্যাদি ব্যবহারের প্রচলন আছে। যেমন উবুন্টুতে gdesklets, screenlets কিংবা উইন্ডোজে সাইডবার। Conky তেমনি লিনাক্সের জন্য একটি প্রসেস মনিটরিং সফট। তবে অন্যান্য মনিটরিং সফট থেকে এটি অনেক বেশী কনফিগারেবল ও কাস্টোমাইজেবল। এর সাহায্যে আপনি আপনার ডেস্কটপে সিপিইউ,র‍্যাম,ডিস্ক স্টোরেজ,সোয়াপ স্পেস,আবহাওয়ার খবর,নেটওয়ার্ক প্রসেস,ব্যাটারী পাওয়ার, ইমেইল, বিভিন্ন মিউজিক প্লেয়ার সহ আরো অনেক রকম প্রসেস মনিটরিং দেখতে পাবেন আপনার ডেস্কটপেই।

এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচারটি আমার মনে হয় এর সিস্টেম রিসোর্সের ব্যবহার। অত্যন্ত কম রিসোর্স ব্যবহার করার কারণে এর ব্যবহারে আপনার পিসি স্লো হওয়ার কোন ভয় নেই। এর ব্যবহার ঠিকমত করতে পারলে কঙ্কি দিয়ে আপনি আপনার ডেস্কটপকে অসাধারণ সুন্দর করে তুলতে পারেন। তবে, দুঃখের বিষয় হচ্ছে এর কনফিগারেশনের জন্য কোন গ্রাফিক্যাল ইন্টারফেস না থাকায় নতুন ব্যবহারকারীরা একে ঝামেলা মনে করতে পারেন। এর কনফিগারেশনের সবকিছুই আপনাকে লিখে লিখে করতে হবে, প্রতিটি ফাংশনের কাজ বুঝতে হবে ও আউটপুট ঠিকমত সেট করার জন্য বারবার কঙ্কি স্টার্ট-অফ-স্টার্ট-অফ করতে হবে।

আমি নিজেও কঙ্কির কথা প্রথমে জানার পর ব্যবহার করতে পারিনি, প্রায় দুই সপ্তাহ পর সময় নিয়ে বসে ধীরে ধীরে এর কাজ শিখেছি। তাই যারা নতুন এবং কমান্ড/কোড নিয়ে কাজ করতে চান না, তারা দয়া করে হতাশ হয়ে যাবেন না। ধৈর্য্য ধরে সময় নিয়ে এর ব্যবহার শেখার চেষ্টা করুন। আপনারা যাতে এখনই ভয় পেয়ে না যান, তাই শুরুতেই আপনাদের জন্য কিছু মশলা-পাতি...মানে কঙ্কি ডেস্কটপের কিছু স্ক্রিনশট দিলাম। এগুলো দেখুন, আর ভাবুন এরকম ডেস্কটপ আপনারও হলে কেমন হত... বড় করে দেখুন বড় করে দেখুন বড় করে দেখুন বড় করে দেখুন বড় করে দেখুন সামহোয়্যার ইন ব্লগে ফরম্যাটেড কোডে লেখা পোস্ট করার সুযোগ না থাকায়, আমি এখানে পুরো টিউটোরিয়ালটি দিচ্ছি না।

এছাড়া ব্লগে ফিক্সড মনোস্পেস ফন্টেও লেখা যায় না। এজন্যে আমি এখানে আমার মূল লেখার লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনি আগ্রহী হলে লিঙ্কে গিয়ে পড়ে নিতে পারেন। লেখাটি ৩টি পর্বে বিভক্ত। আমি চেষ্টা করেছি একদম নতুন ব্যবহারকারীরাও যাতে এই লেখাটি পড়ে কঙ্কি ব্যবহার করতে পারেন।

Conky-১ম পর্বঃ পরিচয় ও বেসিক কনফিগারেশন Conky-২য় পর্বঃ বিভিন্ন নন-বিল্টইন ফাংশন ও Bash স্ক্রিপ্টের ব্যবহার Conky-৩য় পর্বঃ Conky Forecast, Lua Script ও একাধিক কঙ্কির ব্যবহার পদ্ধতি আমার বর্তমান উবুন্টু ১০.০৪ ডেস্কটপঃ বড় করে দেখুন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.