আমাদের কথা খুঁজে নিন

   

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য : মেহেরপুর ও উজিরপুরে দু’ছাত্রীর আত্মহত্যা



এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে মেহেরপুর ও উজিরপুরে দু’ছাত্রী আত্মহত্যা করেছে। গতকাল এ দুটি ঘটনা ঘটে। বিস্তারিত আমার দেশ-এর আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর : মেহেরপুর : এসএসসি পরীক্ষার ফল খারাপ হওয়ায় বিষপানে আত্মহত্যা করেছে ঝাউবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়া মেধাবী ছাত্রী সাথী (১৬)। বিকালে ফল প্রকাশের পর পরই খারাপ হওয়ার খবর পেয়ে নিজ বাসায় বিষপান করে সে। হাসপাতালে নেয়ার পর সে মারা যায়।

পুলিশ লাশ উদ্ধার করে মেহেরপুর মর্গে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে রাতেই ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া নওদাপাড়ার রইছদ্দিনের মেয়ে সাথী (১৬) ঝাউবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। মেধাবী এ ছাত্রী স্কুলে সবসময় প্রথম স্থান দখল করত। কিন্তু গতকাল প্রকাশিত ফলাফলে সে ফেল করায় বিষপান করে।

পরিবারের লোকজন বিষপানের ঘটনা বুঝতে পেরে দ্রুত মেহেরপুর হাসপাতালে নিলে চিকিত্সাধীন অবস্থায় বিকাল ৫টার সময় সে মারা যায়। বরিশাল : উজিরপুরে পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বিথিকা বাইন নামের এক শিক্ষার্থী। গতকাল দুপুরে উপজেলার পূর্ব সাতলা গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলার পূর্ব সাতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় থেকে লক্ষ্মণ বাইনের মেয়ে বিথিকা বাইন এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়। গতকাল দুপুরে তার অকৃতকার্যের খবর জানতে পেরে সবার অজান্তে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।

খবর পেয়ে উজিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.