আমাদের কথা খুঁজে নিন

   

এসএসসি পরীক্ষা প্রস্তুতি

 

[পূর্ব প্রকাশের পর]

গ-বিভাগ সহপাঠ

৭. একটি দৈনিক পত্রিকার সংক্ষিপ্ত প্রতিবেদন :

চৌদ্দ বছরের বাসন্তী নামে এক গ্রাম্য সুন্দরী মেয়ে একটি বালিকা বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ে। গরিব হলেও মেধাবী ছাত্রী বলে সে নিয়মিত বিদ্যালয়ে যায়; কিন্তু কিছু বখাটে ছেলে তাকে প্রায় দিনই ইভ টিজিং করতে থাকে। ব্যাপারটি তার মা-বাবা জানতে পারে। ফলে তার বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে যায়। বাড়িতে বন্দী থাকতে থাকতে এক পর্যায়ে চপলা মেয়েটি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে; সব সময় চুপচাপ বসে থাকে; কারও সঙ্গে কথাও বলে না।

সবার ধারণা_ তাকে ভূতে ধরেছে। তাই পাশের গ্রাম থেকে এক কবিরাজকে ডেকে এনে পানিপড়া ও তাবিজ দিয়ে তার চিকিৎসা করা হয়।

ক. কার সঙ্গে হীরনের বিয়ে ঠিক হয়?

খ. হালিমা কেন আত্মহত্যা করতে চেয়েছিল?

গ. উদ্দীপকে 'হাজার বছর ধরে' উপন্যাসের কোন দিকটি ফুটে ওঠেছে? বর্ণনা কর।

ঘ. সাদৃশ্য থাকলেও বাসন্তী পুরোপুরি সখিনার মতো নয়- মন্তব্যটি 'হাজার বছর ধরে' উপন্যাসের আলোকে যুক্তিসঙ্গত মতামত দাও।

৮. উদ্দীপক- ১: স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে? কে বাঁচিতে চায়? পরাধীনতার শৃঙ্খল বল, কে পরিবে পায় হে? কে পরিবে পায়?

উদ্দীপক- ২: কীর্তিমানের মৃত্যু নাই।

ক. 'কবর' নাটকটির শেষ সংলাপটি কার?

খ. হাফিজ ও নেতা কেন কবর স্থানে গিয়েছিল?

গ. উদ্দীপক ১- এ 'কবর' নাটকের কোন দিকটির ইঙ্গিত ফুটে ওঠেছে? ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপক ১. ও উদ্দীপক ২. 'কবর' নাটকের সমগ্রভাব ধারণ করে না- মন্তব্যটি মূল্যায়ন কর।

৯. জনাব ওহাব ঢাকা শহরের একটি বিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং বিদ্যালয়ের নিকটে একটি ফ্লাটে স্ত্রীসহ ভাড়া থাকেন। তিনি পাশের ফ্লাট থেকে প্রায় প্রতিদিনে, এমনকি গভীর রাতেও 'বাঁচাও বাঁচাও' বলে করুন কান্নার চিৎকার শুনতে পান। একদিন তিনি ধৈর্য ধরতে না পেরে ঐ বাসায় কলিং বেল টিপে তাদের সমস্যার কথা জানতে চাইলেন।

জহুরুল নামে লোকটি রাগান্বিত হয়ে বললেন,"দয়া করে আমাদের ব্যক্তিগত ব্যাপারে নাক গলাতে আসবেন না, আমার স্ত্রীকে আমি যা ইচ্ছে তা করতে পারি। " তিনি বিস্মিত হলেন এবং ভাবলেন- অসহায় গৃহবধূর কান্নার আওয়াজ শুধু গ্রামেই শোনা যায় না, রাজধানী শহর ঢাকাতেও শোনা যায়। যাহোক, তিনি ব্যাপারটি স্বাভাবিকভাবে মেনে নিতে না পারাতে পরের দিনেই ঐ নির্যাতিত নারীর পক্ষ হয়ে একজন লেখক হিসেবে প্রতীকীভাবে লিখে পত্রিকার পাঠকের মনে নাড়া দেওয়ার জন্য কলমের হাত একটু শক্ত করে ধরলেন।

ক. কোন শক্তিকে 'উপন্যাসের চিৎশক্তি' বলা হয়?

খ. জমিলা আবুলের সংসারে দুবছর কীভাবে টিকেছিল?

গ. উদ্দীপকে বর্ণিত জহুরুলের সঙ্গে 'হাজার বছর ধরে' উপন্যাসের কোন চরিত্রের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়? বর্ণনা কর।

ঘ. ঔপন্যাসিক জহির রায়হান যে উদ্দেশ্যে 'হাজার বছর ধরে' উপন্যাসটি রচনা করেছেন সে উদ্দেশ্য বাস্তবায়নের জন্য খানিকটা হলেও জনাব ওহাব চেষ্টা করেছেন বলে কি তুমি মনে কর? তোমার মতের স্বপক্ষে যুক্তি দাও।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.