আমাদের কথা খুঁজে নিন

   

'অকবিতার কবিতাকে আবাহন'



একত্রিত হবার বাসনায় ভেঙে যাচ্ছি বারবার স্থিরচিত্র আকাশে,মেঘেদের ঘুমিয়ে থাকার মত অস্বস্তি মুখ ফিরিয়েও দেখতে পাই পিছনের রঙ, গড়ে নেওয়ার অভাবে যেখানে ভেঙ্গে গেছে সময়ের দেয়াল । ধ্বস,দেওয়ালের নিঃশ্বাসে অস্তিত্বের বিস্ফোরন তুক্র তুক্র ইতোস্তত ইত পাথরের বিক্ষেপন । ছল্কে ওঠা ব্যথা,পায়ের তলায় তুলির মতো নতুন করে খুঁজে পাওয়া পুরানো কষ্ট ... কবিতা তুমি বিস্ফোরনে জ্বলো । জ্বলে ওঠো অগ্নিগত সমুদ্রে সমুদ্রে অসম‍‌র্থ নির্মম অভীষ্ট আকাশে ছিড়ে খুঁড়ে জ্বলো কবিতা জ্বালো আলো,অন্ধকারে মশাল।। প্রাচীন গুহাচিত্রের এই মিউজিয়ামে শিল্পীতো অভীপ্সার মতো শিকারীর চোখে,হাতে,দাঁতে,হাতুড়িতে,তুলিতে এসো কবিতা, এসো কবিতা...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।