আমাদের কথা খুঁজে নিন

   

আছেন কোনো ভাই সাহায্য করবেন? ভাইরাস! ভাইরাস!! কেমনে পরিত্রাণ পাই?

আমি বিলাত থাকি, কামলা খাটি

কি জানি কি কি হইসে আইজা সক্কাল থেইক্যা ভাইরাসে নানান খেইল দেখাইলো। ইন্টারনেট ব্রাউজ করতারি না। উইন্ডোজ ডিফেন্ডার ইনঅ্যাকটিভ কইরা দিসে। এন্টিমালওয়্যার উইজ করি। ঐটা দিয়া স্ক্যান দিলাম।

কিসু ইনফ্যাকটেড ফাইল পাইসে ডিলিট মারসি। তারপরে একটু কইরা ইনটারনেটে কানেক্ট হইতে পারি। কিন্তু এখনো মেসেজ মারে। কি যে করি?? পেডে যে যে বিদ্যা আছিলো সবডি অ্যাপ্লাই কইরা ফালাইসি। এখন আপনেরা ছাড়া গতি নাই।

পিলিজ লাগে আমারে হেল্পান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.