আমাদের কথা খুঁজে নিন

   

উত্তরে বলছিঃ ((প্রশ্নঃআল্লাহ কি অপবিত্র স্থানে আছেন? যেমন-টয়লেটে...)) আবশ্যই হা তিনি সব স্থানে আছেন।

অতি জ্ঞানিরা আমার ব্লগ থেকে দূরে থাকেন।

টয়লেটে... যদিএতই নাপাক স্থান হত তাইলে তা মানুষ তার বাড়ির ভিতর স্থাপন করত না। আর ঐ স্থান মানুষ তার শারিরীক আবর্জনা ত্যাগ করে তাই বলা হয় স্থান নাপাক। (মানুষ নিজেই সেই ময়লা সারাদিন বহন করে। তাই বলে কি মানুষও নাপাক।

আবশ্যই না। ) আর আল্লাহ সব জায়গায় আছেন এর মানে হল "তার কাছে কোন কিছুই গোপন নয়। তিনি সব কিছু দেখতে পান। " যার কাছে কিছুই গোপন নেই তিনি সব স্থানে বর্তমান আছেন,তাই নয় কি। এই খানে আপনি শারিরীক উপস্থিতি ভেবে ভুল অর্থ করছেন।

কারন তার আকার কেমন তা প্রশ্ন করা অবান্তর। নিশ্চই বলবেন কি তার আকারএবং কেন?নিচের লিংকে যান,উত্তর পাবেন। Click This Link নাস্তিকদের ২য় প্রশ্নঃ ****আর হা তিনি সব দেখেও,আপরাধ কাজে কেন বাধা দেন না? আল্লাহ মানুষ সৃষ্টির সময় তাকে ভাল মন্দ বুঝার ক্ষমতা দিয়েছেন,তাই তিনি আপরাধ কাজে কেন বাধা দেন নাএই নিয়ম শুধু মুহাম্মদ (সাঃ) এর উম্মতদের জন্য। কেন? ইসলাম ধর্ম নিয়া পড়াশুনা করুন,এই সব অদ্ভুদ প্রশ্ন না করে। আর শেষ বিচারে মানুষের বিচার হবে মানুষের বিবেক আছে তাই।

কারন বিবেক মানুষকে ভাল মন্দ বুঝতে শিখায় ও সাহায্য করে। আশা করি নাস্তিকরা এবং আপনি উত্তর পেয়েছেন। আর সবার প্রতি অনুরোধ কেন আপনারা এই সব পোস্ট দিয়া ব্লগকে বিতর্কের স্থান করছেন। দয়া করে একজন বিবেকবান মানুষ এর মত আচরন করুন। একটি পোস্ট এর নাম বলিঃ *****মোহাম্মদের কি মৃগীরোগ ছিল?*** আপনাদের কি মনে হয় না এটি ইসলামকে খাট করার জন্য লেখা একটি পোস্ট।

একটু বিবেকবান মানুষ এর মত নিজেকে প্রশ্ন করবেন। (((পরিশেষে বলছি মাইনাছ দিলে জানাবেন ভুলটা কি)))

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.