আমাদের কথা খুঁজে নিন

   

কিরে ভাই দেশটা কেমনে চলে?



নাহ্ আর সহ্য হচ্ছে না। শুধু অনিয়ম আর অনিয়ম। সমাজের রন্ধ্রে রন্ধ্রে দূর্নীতি। যেখানে যাবেন সেখানেই দুই নম্বরী। সকাল সকাল গালি দিতে ইচ্ছে করছে না তবে আপনাদেরকে ফিস্ ফিস্ করে বলছি, আমাদের দেশের কান্ডারীদের (নেতা-নেত্রী) জন্মগত ত্রুটি আছে।

শালা-শালীরা শুধু বড় বড় কথা বলে। কাজের কাজ কিছুই করছে না। আমাদের দেশের যুবকরা নেতিয়ে পড়ছে নাকি? এসব অনাচারের বিরুদ্ধে ওরা গর্জে উঠছে না কেন? তারা কেন সব কিছু ভেঙ্গে চুরমার করে নতুন করে গড়ে তুলছে না? আমাদের দেশে কি সেই ছেলে কখনই জন্ম নিবে না যে ছেলে কথার চেয়ে কাজে বড় হবে? চোর-বাটপারদের কবল থেকে রাজনীতিকে তুলে আনবে? আজ ভোর ৫টায় বাসা থেকে বের হয়ে কমলাপুর স্টেশনে আমার অসুস্থ ফুফু, ফুফাত বোন, বোনের ছোট্ট বাচ্ছাটাকে রেখে আসি। ওরা যশোর যাবে। ছয়টা বিশে সুন্দরবন প্রভাতী।

তখন ছয়টা বাজে, ট্রেন আসেনি। যথাসময়ে অফিসে আসতে হবে তাই আমি চলে আসি। একটু আগে (১২টা বাজতে ৬০ মিনিট বাকী) বোনটি ফোন করে বললো, ভাই মাত্র ট্রেন এসেছে। ছয়টা বিশের ট্রেন, এগারটায়! ট্রেন ধরার জন্য ওদেরকে ভোরে নাস্তা পর্যন্ত খাওয়াতে পারিনি। খুব খারাপ লাগছে।

প্রিয় ব্লগার, কেউ চায়লে এখন আমার চান্দিতে সত্যিই মুড়ি ভেজে খেতে পারবেন!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।