আমাদের কথা খুঁজে নিন

   

কিরে তুই বিয়া করবি কবে?

কোথাও যদি হারিয়ে আমি যাইগো কোন দিন , যেও ভুলে , আমায় যেও ভুলে

আমার বর্তমান বয়স ২৪। আমার বড় ভাই এর বয়স ২৭। সে এখনো বিয়ে করেনি। করেনি বলতে করতে চায় কিন্তু পরিবারের সবাই মনে করে বয়স হয়নি। আমাদের বাংলাদেশের বিয়ের বয়স লক্ষ্য করলে হয়তো আমার পরিবার ঠিক আছে।

কিন্তু যখন কোন ছেলে ২৭ বছর বয়সে স্বাবলম্বি হয় তার কি এই বয়সটাতে বিয়ে করা উচিত নয়। আমরা দু ভাইই দেশের বাইরে থাকি। তাই বন্ধু আর দেশী মানুষ নিয়ে আর একটা পরিবার আছে এখানে আমাদের। আমার বন্ধুরা কেউ কেউ ভাইয়াকে না ভাবে বিয়ের কথা বলে । আমাকে ভাইয়ার বিয়ের ব্যপারে দু চার কথা শুনায়।

যাই হোক যে কারণে লিখছি। আজ বিকালে শিমু জানতে চাইলো ভাইয়ার বিয়ের কত দিন পর তুই বিয়ে করবি। আমার বিয়ে !!!!!!!!!!!!!!!!!!!!!!!!! আবার ও আমাকে হতাশা ঘিরে ধরে। হ্যা এক সময় তারাতারি বিয়ে কথা ভাবতাম। কিন্তু যাকে নিয়ে ভাবতাম সে তো আজ আমার নেই।

বন্ধুকে ঠিক এভাবে উত্তর টা দিলাম..... বিয়ে যাকে ভেবে শিহরিত হতাম, যাকে পাবার আশায় ব্যকুল হতাম, যাকে কথা দিয়ে ছিলাম ৬ মাস পরেই ফিরে আসব। কিন্তু আমার আর ফেরা হয়না। তাকে আমার পাওয়া হবেনা । তাই হয়তো বিয়েটা এ জীবনে হবেনা। তোমাকে বলছি তুমি ভাল আছ?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।