আমাদের কথা খুঁজে নিন

   

কর্ণফুলীতে বর্ণাঢ্য নৌ শোভাযাত্রা : ৩ দিনের চাটগাঁইযা় উৎসব।

আমরা হেরে যাইনি। এশিয়া কাপ না জিতলেও তোমরা আমাদের হৃদয় জয় করেছ। আমরা গর্বিত

দূষণ ও দখল থেকে কর্ণফুলী নদী রক্ষার দাবিতে ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রামে শুরু হযে়ছে ৩ দিনের চাটগাঁইযা় উত্সব ও সাম্পান প্রতিযোগিতা। গতকাল বেলা সাডে় ১১টায় ফিরিঙ্গিবাজার অভয়মিত্র ঘাট থেকে ৩ শতাধিক নৌকা ও সাম্পান নিযে় বর্ণাঢ্য নৌ-শোভাযাত্রা শুরু হয় কর্ণফুলী নদীতে। নানা বাদ্যযন্ত্রের তালে তালে আর কর্ণফুলী রক্ষার স্লোগান ধরে নৌ-শোভাযাত্রাটি বাংলাবাজার ঘাট ঘুরে আবার অভয়মিত্র ঘাটে এসে শেষ হয়।

শোভাযাত্রায় চট্টগ্রামের সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠন, সাংস্কৃতিক কর্মী, পেশাজীবী সাংবাদিকসহ বিভিন্ন স্তরের হাজার হাজার মানুষ অংশ নেন। শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অবিলম্বে কর্ণফুলীকে দূষণ ও অবৈধ দখলমুক্ত করতে সরকারি হস্তক্ষেপ এবং কর্ণফুলী নদীর ড্রেজিং কাজ শুরুর দাবি জানান। সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট নদী গবেষক প্রফেসর ইদ্রিস আলী, শিল্পপতি লায়ন হাকিম আলী, ড. নূরুল বশর, প্রফেসর ইউনূস হাসান, আযো়জক প্রতিষ্ঠান চট্টগ্রাম আঞ্চলিক সংস্কৃতি একাডেমির সমন্বয়ক চৌধুরী ফরিদ, মাঝিকল্যাণ ফেডারেশনের নেতা পেযা়র আলী, আলিউর রহমান প্রমুখ। ‘দইজ্যার কূলত বাস গরি আরা সাম্পান মাঝি, কর্ণফুলী রক্ষার লাই জীবন করিলাম বাজি’ (নদীর পাডে় বাস করি আমরা সাম্পান মাঝি, কর্ণফুলী রক্ষার জন্য জীবন করলাম বাজি) শীর্ষক স্লোগান নিযে় শুরু হওযা় ৩ দিনের এ উত্সবের প্রথম দিন গতকাল বিকালে নদীর দক্ষিণ তীরে চরপাথরঘাটা সিডিএ মাঠে অনুষ্ঠিত হয় চাটগাঁইযা় মেলার আসর। অনুষ্ঠানের দ্বিতীয় দিন আজ অনুষ্ঠিত হবে ‘কর্ণফুলী বাঁচলে বাংলাদেশ বাঁচবে’ শীর্ষক সেমিনার।

আগামীকাল দিনব্যাপী কবিগান ও চট্টগ্রামের বিভিন্ন শিল্পীর পরিবেশনায় চাটগাঁইযা় গানের অনুষ্ঠানের মধ্য দিযে় শেষ হবে ৩ দিনের এই আসর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।