আমাদের কথা খুঁজে নিন

   

কর্ণফুলীতে তেলপূর্ণ ট্যাংকারে বিষ্ফোরণ

চট্টগ্রামে কর্ণফুলী নদীতে মাঝিরঘাট এলাকায় তেলপূর্ণ একটি অয়েল ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বিকালে আল-ফাতেয়া অয়েল ট্যাংকারে ইঞ্জিন রুমে বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে সদরঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) নুর হোসেন জানান, আনু মাঝির ঘাটের পাশে দাঁড়ানো অয়েল ট্যাংকারটি হঠাৎ করেই বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। ট্যাংকারটি তেলপূর্ণ ছিল।

বিষ্ফোরণে পুরো এলাকা কালো ধোয়ায় ছেঁয়ে যায়। কর্ণফুলি জুড়ে ছড়িয়ে পড়ে তেল। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।