আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিদিনের হাদীস-২৯

আমি খুবই সাধারণ

প্রসাব পায়খানা থেকে বের হওয়ার দু'আ আয়িশাহ (রাযি) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) যখন পায়খানা থেকে বের হতেন বলতেন: " গুফরানাকা" অর্থ: হে আল্লাহ! তোমার ক্ষমা প্রার্থনা করছি। (তিরমিযী হা/০৭,ইবনে মাজাহ,দারেমী,আবু দাউদ) ব্যাখ্যা উলামায়ে কিরাম এই ক্ষমা প্রার্থনার দুটি কারণ বলেছেন। একটি হলো, রাসূলুল্লাহ সা এর জবান পাক হতে কোন সময়ই আল্লাহর যিকর ছুটে যেত না। অর্থ্যাত পায়খানা-প্রশ্রাব ও বিশেষ কোন জরুরী কাজের সময় ছাড়া।

তাই অবসর হয়েই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতেন। দ্বিতীয়টি হলো, মানুষ খাবার খেলে পরে তা পাকস্থলীতে পৌছে যায়। সেখান এই খাবার দু'ভাগে বিভক্ত হয়। এক অংশ রক্ত ধারণ করে শরীরে শক্তি-সামর্থ্য যোগান দেয়। আর দ্বিতীয় অংশ বেকার হয়ে পায়খানার আকারে বেরিয়ে আসে।

এসব দিকে লক্ষ্য করলে মানুষ বুঝতে পারে আল্লাহর কত বড় রাহমাত ওনি'মাত মানুষের উপর। তাই দু'আর মাধম্যে তার শোকর করবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।