আমাদের কথা খুঁজে নিন

   

পেওনিয়ার এ টি এম উইথড্রল !!

আমি বাংলাদেশের বাঙ্গাল ।

দুর্দান্ত একটা অভিজ্ঞতা হইল আজকে ! পেওনিয়ার ডেবিট কার্ড দিয়া টাকা তুললাম ! পেওনিয়ার একাউন্টে টাকা পাঠাইসিলাম ৩৩.৩২ ডলার । কার্ড এক্টিভেশনে পেওনিয়ার চার্জ করসে ১২.৯৫ ডলার ( ৯.৯৫ ডলার কার্ড এক্টিভেশন + ৩ ডলার মান্থলি চার্জ ) । যখন টাকা তুলতে যাইতেসি তখন পেওনিয়ার একাউন্টে টাকা ছিল ২০.৩৭ ডলার । ভার্সিটির ( চ.বি ) ১নং গেইটে DBBL এর একটা বুথ আছে , অইটাতে প্রথমে ট্রাই করলাম । কার্ড ঢুকনোর পর পিন নম্বর দেওয়ার সাথে সাথে কার্ডটা বাইর হয়া গেসিল , মনিটর এ মেসেজ আসছে ( your transaction has been canceled !! ) . অই বুথে কি টাকা ছিল না , নাকি DBBL বুথ পেওনিয়ার সাপোর্ট করে না এইটা নিয়া কনফিউসড হয়ে গেলাম জিইসির মোড়ে হোটেল পেনিনসুলার নিচে স্ট্যান্ডার্ড চার্টার্ড এর বুথে । এইবার পিন দেওয়ার পর কাজ করল ! আমি আশা করসিলাম কার্ডে টাকা কত আছে এইটা দেখাবে , কিন্তু দেখাইল না !! আমি টাইপ করলাম ১০০০ আর এন্টার চাপলাম , কি আচানক ব্যাপার , কার্ডটা বাইর হয়া ফরফর কইরা ১০০০ টাকা বাইর হয়া গেল !!! বাড়িতে আইসা পেওনিয়ার একাউন্টে ঢুইকা দেখলাম ১৬.২৪ ডলার চার্জ করসে ! ২.১৫ ডলার ATM উইথড্রল চার্জ + ফরেন কারেন্সি ট্রান্সফর্মেশন চার্জ । মানিবুকারে আমার একাউন্ট আছে ( এড্রেস ভেরিফাইড ) । কেউ কি আছেন যারা মানিবুকারের মাধ্যমে টাকা ব্যাংকে আনছেন ? থাকলে আওয়াজ দেন, মোট কত খরচ , কিভাবে আনা লাগে ...... এইসব বৃত্তান্ত জানান দয়া করে ( চির কৃতজ্ঞ থাকিব ) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।