আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ব "মা" দিবসে কবিতা: রেখেছি তোমায় দু'নয়নে


রেখেছি তোমায় দু’নয়নে মাগো, হারিয়ে যেতে দিবনা কোনদিন, কেমনে শোধ করিব মাগো তোমার, আমায় জন্ম দেয়ার ঋণ? জোঠরে লয়ে আমায় সারাদিন, করেছো সংসারের কত কাজ, ভুলে গেছো সবি আমার কথা ভেবে, অবলীলায় মাথায় পরেছো দুখের তাজ । নির্ঘুম কাটিয়েছো কত রাত, কত রাত কাটিয়েছো উৎকণ্ঠায়; মরণ যন্ত্রণা ভোগ করেছো মাগো, সেই দশ মাসের প্রতিটি ঘণ্টায় । জন্মের সময় দুনিয়ার সব যন্ত্রণা যেন, এসেছিল তোমার কাছে ছুটে; বুক ফাঁটা আত্মচিৎকারে তাই বুঝি তুমি, বেহুঁশ হয়ে মাটিতে পড়েছিলে লুটে ! জন্মের পরে বুকেতে ধরে, আমায় করেছো কত আদর । বুকের মাঝে শুইয়েছো আমায়, শাড়ির আচলকে বানিয়ে চাদর । শীত-গ্রীষ্মের ভেদাভেদ করোনি, নিজে কষ্ট করেছো আমায় রাখিতে সুখে ।

বিছানা ভিজালে রাতে প্রস্রাব-পায়খানায়, পরম যতনে তুলে নিয়েছো বুকে । এত আদর যতনে করেছ লালন, করেছ আমার জন্য কতইনা কষ্ট । অনুভবে পেয়েই আমায় ভুলে গেছো সব, তোমার জোঠরে বসেই আমি দেখেছি তা স্পষ্ট ! কেমন করে শোধিব মাগো, তোমার এমন মমতার ঋণ ? শরীরের সব রক্ত ঢেলে দিলেও চরণে তোমার, এ ঋণ শোধ হবে না যে কোনদিন । তাই প্রার্থনা করি আমি বিশ্ব স্রষ্টার কাছে, দুই হাত তুলে মিনতি করে, সে যেন তোমায় রাখে মাগো, আমায় রেখেছিলে তুমি যেমন বুকেতে ধরে । আমার সকল সুখের বিনিময়ে, তার তরে তোমার জন্য চাই সুখ ।

বেহেস্তের সুবাতাস বয় যেন তোমার ভুবনে, জুড়াতে তোমার যন্ত্রণাক্লীষ্ট ব্যথাতুর বুক । রচনাকাল: ২৮ ফেব্রৃয়ারি, ২০০৮খ্রি. উঁৎসর্গ: আমার প্রাণপ্রিয় মা এবং পৃথিবীর সকল মা-দের চরণে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.