আমাদের কথা খুঁজে নিন

   

কয়েকটি সাধারণ ছবিঃ ছবি-ব্লগ

কিছু বুললে তো বুলবে বুলছি....
মেঘময় সূর্যাস্ত যেন কোন রকেট লঞ্চার "এসেছে নতুন শিশু....."  Beautiফুল সাদা নয়নতারা ছবি সবগুলোই আমার তোলা। কাঁচা হাতের কাজ, তাই অনেকরকম ঘাটতি থাকতে পারে। যদি সেই ঘাটতি-কমতিগুলো কেউ সুন্দরভাবে ধরিয়ে/বুঝিয়ে দেন, আমি তো উপকৃত হবই, সাথে অন্য যারা শখের/নবীন ফটোগ্রাফার আছেন, তাঁদেরও কাজে লাগবে। আরো কয়েকটা ছবি দেয়ার ইচ্ছা ছিল কিন্তু আপলোড করতে সমস্যা হচ্ছে। সম্ভবতঃ সামুতে এটাই ক্ষুদ্রতম ছবি-ব্লগ! এই ছবিগুলো আমার ছবি-ব্লগ থেকে নেয়া। সেখানে আরো কিছু ছবি আছে, চাইলে দেখে আসতে পারেন। মন্তব্য করলে খুশি হব।
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।