আমাদের কথা খুঁজে নিন

   

তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো...

জীবন বদলায়, রূপকথা বদলায় না......
জন্মের পর অন্য ৮-১০টা বাচ্চার মতো কাঁদিনি আমি। সেদিন আমি কাঁদিনি বলে যেই তুমি নিজেই কেঁদেছিলে, সেই তুমিই আজ আমার এক ফোঁটা চোখের জলও সহ্য করতে পারো না। কি অদ্ভুত তাই না?? হয়তো এটাই এই মাটির পৃথিবীর নিয়ম। কিন্তু কোন নিয়মের জালে তোমাকে যে আমি জড়াতে চাইনা। তুমি তো আমার কাছে সব নিয়ম-নীতির ঊর্ধ্বে।

ছোট্ট এই জীবনের প্রতি পদে পদে তোমাকে কতো দুঃখই না দিয়েছি। কিন্তু তুমি সব সয়ে গেছো। দিনের পর দিন ভালোবাসা দিয়ে আমাকে করেছো ঋণী, যেন ভালোবাসা ছাড়া তোমার দেয়ার মতো আর কিছুই নেই। কেমন করে পারো তুমি? আমি জানি না। হয়তো এটাও বিধাতার বেঁধে দেয়া কোন নিয়ম।

তুমি বলেছিলে একদিন তোমার কাছে পুরো পৃথিবীটা একদিকে, আর অন্যদিকে শুধুই আমি। তুমি কি জানো আমার পুরো সত্ত্বা জুড়ে শুধু তুমি। আমার চারপাশের পুরো পৃথিবীটা শুধুই তোমাকে ঘিরে। তোমাকে ছাড়া একমুহুর্ত থাকার কথা আমি কল্পনাও করতে পারি না। তবুও সময় আর পরিস্থিতির কারণে কখনো কখনো আমার কাছ থেকে তোমাকে দূরে থাকতে হয়েছে।

সেইসব দিনগুলো আমার যে কিভাবে কেটেছে তোমাকে বলে বুঝাতে পারবোনা। তোমার মনে আছে...প্রথম যেবার আমি তোমাকে ছেড়ে মামার সাথে বেড়াতে গিয়েছিলাম, সেই দু-রাত তুমি চোখের পাতা এক করতে পারো নি। ঘুমের ঘোরে বারবার ছুটে এসেছিলে দরজায় আমি এসেছি ভেবে। খুব কষ্ট হয়েছিল তোমার তখন, না?? আমিও কি বুঝতে পেরেছিলাম যে এতো কষ্ট হবে তোমায় ছাড়া থাকতে। যেদিন ফিরে এসেছিলাম তোমার জন্য আমার হাতে ছিল রজনীগন্ধা।

তুমি আমাকে দেখেই জড়িয়ে ধরেছিলে। তারপর আমি যখন তোমাকে ফুল দিলাম তুমি অবাক হয়ে চেয়েছিলে আমার দিকে। আমার এখনো মনে আছে। আমার পুরো জগতটা জুড়েই তো তুমি ছিলে, আজো আছো। খেলার সঙ্গী, কথা বলার সঙ্গী, ঘুমানোর সঙ্গী...সবই তো তুমি।

অন্যান্যদের মতো আমি কখনো তোমাকে জড়িয়ে ধরে বলিনি আমি তোমাকে ভালোবাসি, কখনো বলবোও না। এইসব নাটুকেপনা আমার একদম পছন্দ না। যাকে এতোটা ভালোবাসি তাকে কেন মুখ ফুটে বলতে হবে ভালবাসার কথা?? ভালোবাসার মানুষটা যদি বুঝতেই না পারে তবে তা কেমন ভালোবাসা?? তুমি বুঝো তো আমার ভালোবাসা??? নাকি তোমাকেও আমার ভালোবাসা আমি বুঝাতে পারিনি??? তুমি তো বাইরের মানুষ নও। তুমি নিশ্চয়ই বুঝতে পারো আমার না বলা ভালোবাসার কথা। সত্যিই আমি তোমাকে অনেক ভালোবাসি...অনেক ভালোবাসি মা... রবিঠাকুর তার পরম ভালোবাসার মানুষটিকে নিয়ে যেই গানটা লিখেছিলেন...আমি না হয় সেই গানটিই আমার সবচেয়ে ভালোবাসার মানুষটিকে উৎসর্গ করলাম... তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো... আমারও পরাণ যাহা চায়...
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।