Cowards die many times before their deaths. -William Shakespeare
হেই শেক্সপিয়ার,
মৃত্যুর দিকে যাইতে যাইতে
প্রতিদিন অসংখ্যবার
মরণের কোলে ঢলে পরি আমি
আমাদের এই আপাত বীরত্বপূর্ণ জীবনের প্রচারণা
যেন লিড নিউজের আড়ালে এপিটাফ হয়ে ঝুলে থাকে
সরি, ডিয়ার ফেলো ইংলিশ ম্যান
আমি পারবো না
আমার পিছু নিছে গুমখুন
তাড়া করতেছে ক্রসফায়ার
আমার বন্ধুরা গান করতেছেন-
"রান টেরোরিস্ট রান"
আমার মাথার উপ্রে চক্কর দিতেছেন ড্রোন
আর গোয়া মারতেছে ইন্সটলমেন্ট
ফি দফায় কল করতে করতে
বিজি পাইতেছি প্রেমিকার ফোওন
শেক্সপিয়ার, প্রিয় মহাশয়
প্রচারণার ডানায় নিশ্চিন্ত মনে সাহসী পক্ষীর মতন
উড়িতে পারতেছি না
ভীরুভারনত এই দেহ
এনকাউন্টারে লিখে রাখা গেল... একটা বাংলা কবিতা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।