আমাদের কথা খুঁজে নিন

   

ওসামার কম্পিউটার যুক্তরাষ্ট্রের জন্য ‘সোনার খনি’



আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেনকে গত রোববার হত্যা করে মার্কিন সামরিক বাহিনী। পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরের একটি বাড়িতে অভিযান চালিয়ে লাদেনকে হত্যা করা হয়। তাঁকে হত্যার পর ওই বাড়ি থেকে পাঁচটি কম্পিউটার, ১০টি হার্ডডিস্ক ড্রাইভ, প্রায় ১০০টি সিডি ও ডিভিডি উদ্ধার করা হয়। এসব কম্পিউটারে হার্ডডিস্ক ও সিডিতে রক্ষিত তথ্য পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন মার্কিন গোয়েন্দারা। এই কাজ শেষ হতে কয়েক মাস বা কয়েক বছর লেগে যেতে পারে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক কর্মকর্তারা ধারণা করছেন, এসব কম্পিউটার থেকে আল-কায়েদা নেটওয়ার্ক, জঙ্গি সংগঠনটির অন্যান্য নেতাদের অবস্থান ও তাঁদের নতুন নতুন ষড়যন্ত্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। সিআইএর সাবেক উপপরিচালক জন ম্যাকলাফলিন বলেন, এসব কম্পিউটার ও সিডি আমাদের জন্য সোনার খনি। যদি তা না হয়, সেটা হবে খুবই বিস্ময়কর একটি ঘটনা। তিনি বলেন, আমার ধারণা উদ্ধার করা কম্পিউটার থেকে আমরা বিভিন্ন স্থানে হামলার ষড়যন্ত্র সম্পর্কে জানতে পারব। বিন লাদেনের কম্পিউটার থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে যুক্তরাষ্ট্র সম্ভবত সন্ত্রাসীর তালিকায় আরও অনেকের নাম যুক্ত করবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।