আমাদের কথা খুঁজে নিন

   

শুভ্র শর্বরী



মাঝে মাঝে দেখি তোমার ঐ ইছামতির তীরে। তুমি দল বেঁধে আস সাথে থাকে তোমার সাথীরা আমি তোমায় দেখি আর ভাবি- বুঝিনা- তুমি কি মেঘের সব রঙ ধারণ করেছো তোমাতে? তোমার চোখে কালো চোখের জোয়ার, ঠোটে গোধূলীর রাঙ্গা। শরীর জুড়ে সাদা মেঘের শুভ্রতা। আমি তোমার দেখি আর ভাবি- আর আমার মন রেঙ্গে যায় রংধনুর সাত রঙ্গে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।