আমাদের কথা খুঁজে নিন

   

হ্যালো হারমনিকা(মাউথ অর্গান) লাভার...

Live Long Happy Strong Stay Young

এই জিনিসটা আমার পিচকি বেলা থেকেই বেজায় পছন্দের । কিন্তু সেই কুটি কালে আমার মেঝ মামার দেয়া ট্রিমোলোটা হারিয়ে ফেলার পর অনেক বছর আর জিনিসটা ধরা হয় নি । সেই প্যাঁ-পুঁ , গ্যাদা ছোট ভাই'র হাত থেকে হারমনিকা রক্ষা করতে গিয়ে সিড়িতে পড়ে থুতনি ফাটানো এসব আর কি। তার ও অনেক বছর পর এখন থেকে ৬/৭ বছর আগে সস্তা একটা ট্রিমোলো নিলাম । তখন আমার একটা ফ্রেন্ড ওই জিনিসটা জানতো ।

তো আমি বেশ রিকোয়েস্ট করায় আমাকে শেখাতে রাজি হয় । কিন্তু তার কাছ থেকে শুধু একটা লাইন ই শিখতে পারি "ও.. রে নীল দরিয়া..." ব্যাস কোনো কারনে ব্যাপারটা ওই পর্যন্তই থেমে যায় । আর আগায় না । মাস ছয়েক আগে ব্যাপারটা আবার মাথায় ঢুকে। এবার বেশ ভালভাবেই।

একটা নতুন ডায়াটনিক নিলাম হহনার ব্র্যান্ডের । চরম আগ্রহ নিয়ে প্র্যাকটিস শুরু করলাম । কিন্তু কদিন পরে হারমোনিকার একটা রিড ক্যামনে যেন ভেঙ্গে গেল । আরেকটা কিনতে গিয়ে আর তো হারমনিকা পাই না । আবার গ্যাপ... বেশ কিছুদিন খোঁজার পরে আরেকটা পাইছি . আবার প্র্যাকটিস শুরু হবে প্যাঁ-পুঁ... বাংলা গানের কোনো ট্যাব আমার কাছে নাই . কারো কাছে থাকলে শেয়ার কইরেন পিলিজ... আমার হারমনিকা - আমার এফবি প্রোফাইল http://www.facebook.com/hybridhasan ভাবছি কয়েক জনকে পেলে একটা গ্রুপ খুলব ...


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।