আমাদের কথা খুঁজে নিন

   

একখানা জমি চাই

মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। ।

একখানা জমি চাই, অনুর্বর হলেও ক্ষতি নেই । ভালবাসা ও একনিষ্ঠ পরিচর্যা দিয়ে যোগ্য করে নিব চাষাবাদের ।

যেখানে উর্বর জমির বিচিত্র হাহাকার, সেখানে আমি একখানা অনুর্বর জমি চাইতেই পারি । যেখানে অনাহারে এখনও মানুষের প্রাণ যায়, বুকের ভেতর শকুন শকুনীদের করূণ আতর্নাদ, কাক কুকুরের সাথে অন্ন ভাগে যাদের তুমুল প্রতিযোগীতা, যেখানে মানুষ কাঁদায় আরেক মানুষ- সেখানে আমি একখানা অনুর্বর জমি চাইতেই পারি । আমার এ দাবি অন্তরের সবটুকু আকুলতা নিয়ে । একখানা জমি পেলে কথা দিলাম আমার অনুর্বর জমিতে ফলাবো সোনার ফসল, আমার ফসলে থাকবে সবার সমান অধিকার । মানুষের এমন হাহাকার আমার ভালো লাগে না ।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।