আমাদের কথা খুঁজে নিন

   

অনাকাঙ্খিত

আমি কিছুই না..... আবার অনেক কিছু ।

আর কিছুক্ষন আগে রওয়ানা দিলেই আমি ঠিক বাড়ি পৌছে যেতাম কে ভেবেছিল এই ভর-সন্ধেবেলা এমন ঝুম বৃষ্টি নামবে। গলির মোড় থেকে বাড়ি আসতে কতটুকু সময়ই বা লাগে , তার মাঝেই আমি ভিজে একশা হয়ে গেলাম। ঘরে ঢুকতেই মা হুড়ো দিলেন , আর হালকা গরম পানিতে গোসল করতে করতে আমি সাবান দিতে ভুলে গেলাম । চা এর সাথে খাওয়া হল না বিস্কুট , খবর দেখতে গিয়ে শুধু তাকিয়ে থাকাই সার হল । অফিসের ফাইল-পত্তর খুলে দেখা হল না , একবারও ওল্টানো হল না কবিতার বই এর পাতা । মা কপালে হাত দিয়ে দেখলেন জ্বর এসেছে কি না , বাবা সংসারের কিসব কথা বলতে এসেও ফিরে গেলেন । সবশেষে তুমিও রাগ করে রেখে দিলে ফোন , আমি অনন্ত বর্ষনের মাঝে ডুবে থাকলাম । ভূল বুঝো না প্রিয়তমা , বিশ্বাস কর , আমি বৃষ্টিতে ভিজতে চাই নি , কিন্তু বৃষ্টি আমাকে ছুয়ে দিয়েছে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।