আমাদের কথা খুঁজে নিন

   

অনাকাঙ্খিত আশংকা



অনাকাঙ্খিত কিছু কিছু আশংকা বেশকিছুদিন ধরেই ভর করে চলছিল । এমনই যদি হয় এ আশংকাই সত্যি হয়ে যায় তখন নিজেকে খুব অসহায় লাগে। নিজের সাথে নিজের যুদ্ধ। সে যুদ্ধে জয়ের চেয়ে পরাজয়ের সম্ভাবনাই বেশী। পরাজয়ের গ্লানি না হয় মেনে নেয়া যাবে কিন্তু যে আতংক, নিজেকে অবিশ্বাসের ফাসির দড়িতে ঝুলিয়ে রাখা, না মৃতু্য না জীবিত, পুরোটাই অস্পষ্ট।

স্পষ্ট নয় কোন কিছু,এমনকি নিজেকেও স্পষ্ট করে দেখার প্রবল ইচ্ছায় চোখ দুটো ঝাপসা হয়ে আসে। যেন ভয়, শংকাগুলো একসাথে জড়ো হয়ে আমাকে আস্তাকুড়ে ফেলবার এক ষড়যন্ত্র করছে। আর আমি যেন সে ষড়যন্ত্রের শিকার। এতদিন আশংকাগুলোকে সঙ্গী করে চলেছি, আজ সত্যি। কুড়ে কুড়ে খাচ্ছে আমাকে।

যেন আমাকে আজই শেষ করে ফেলা হবে। আমি আমার স্বীয় সত্তাকে অবিশ্বাস করতে পারছিনা, হারও মেনে নিতে পারবনা। আমার তো কোন দোষ কিংবা অন্যায় ছিলনা। আমি তো এ আশংকার উপলক্ষ মাত্র। তবে উপলক্ষকে ঘিরেই কি সব কছিু?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।