আমাদের কথা খুঁজে নিন

   

উল্টো পথে এসইসি পুনর্গঠনের কাজ

ঘুমহীন

কি হবে এই দেশে....... সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) পুনর্গঠনের কাজ শুরু হয়েছে উল্টো পথে। পুঁজিবাজার তদন্ত কমিটি এসইসির চেয়ারম্যানকে সবার আগে সরিয়ে পুনর্গঠনের সুপারিশ করেছিল। কিন্তু সরকার কাজটি শুরু করেছে সদস্যদের দিয়ে, যাঁদের বিরুদ্ধে কোনো অভিযোগ তদন্ত প্রতিবেদনে নেই। এদিকে বাজার-কারসাজির সঙ্গে জড়িত ব্যক্তিরা এমন একজনকে নিয়ন্ত্রক সংস্থাটির নতুন চেয়ারম্যান নিয়োগের কাজটি প্রায় চূড়ান্ত করেছিলেন, যাঁর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম এবং বঙ্গবন্ধুর খুনিদের লালনকারী হিসেবে লিখিত প্রতিবেদন রয়েছে। এর ফলে নতুন চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়াও পিছিয়ে গেল। সূত্র জানায়, গতকাল মঙ্গলবার এসইসির সদস্য মো. ইয়াছিন আলীকে পদত্যাগের ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারীর সঙ্গে সচিবালয়ে এ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় ইয়াছিন আলীর। আজ বুধবার অন্য সদস্য মো. আনিসুজ্জামানের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে সচিবের। পুরোটা পরতে নিচের লিঙ্কে কিল্ক করুন click for the original news link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।