আমাদের কথা খুঁজে নিন

   

উল্টো পথে...

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ! ১. উল্টো দিকে ডাকে নদী কালো মেয়ে জল উল্টো দিকে পাহাড়চূড়া ধুলো পথে ছল চাতুরী আমাকে দাও সবুজ পাতা উল্টো দিকের চাবি আকাশ নীলের উল্টো পথে একটি ওড়ার দাবি! উল্টো দিকে গাড়ির চাকা যাচ্ছে সময় কোথায় উল্টো দিকে মানুষ গুলো চাইছে কি ছাই ইচ্ছে! আমাকে দাও ও মধুবন উল্টো দিকের চাবি উল্টো দিকে বয়স ফেরার বাড়ছে কোমল দাবি! ২. ঘেরি ঘেরি ঘিরতে থাকি দুহাতে আপনাকে ধরছি খেলায় ধরছি দু হাত দুপাশে দুই দাগে গাদ্দি খেলার কথা হতেই পড়লো মনে তাকে সে এখনো অনেক দূরেই কোন শহরে থাকে! জমা কথা থাকুক জমে গলুক অবোধ পানি সে তো কঠিন বরফ ছিলো সে রহস্য জানি! এই রহস্য বিকেল বেলার কোমল হলুদ রোদ লুকিয়ে রাখি বুকের ভেতর প্রেমের অবরোধ! আমিও নেই তারা ও নেই আমরা সবাই পর আর কিছুনয় আর কিছুনয় ঘরে ফেরার পর! বলতে পারি অনেক কথা বলতে পারি তাকে। সে তখনো দূরেই ছিলো আজ সে কোথায় থাকে!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।