আমাদের কথা খুঁজে নিন

   

‘তেরে বিন লাদেন’ ফের মুক্তি পাচ্ছে!


আলী হাসান করাচির ‘দানকা টিভি’র একজন সাংবাদিক। আয়েশি জীবনের আশায় পাড়ি জমাতে যান যুক্তরাষ্ট্রে। কিন্তু বিমানে ‘হাইজ্যাক’ ও ‘বোমা’ শব্দ দুটি উচ্চারণ করে পড়েন বিপাকে। মার্কিন মুলুক থেকে ফেরত পাঠানো হয় তাঁকে। তবু স্বপ্নের দেশে যাওয়ার খায়েশ তাঁর মেটেনি।

একদিন খবর সংগ্রহ করতে গিয়ে ওসামা বিন লাদেনের মতো দেখতে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় হাসানের। লোকটির নাম নুরা। নুরার সঙ্গে পরিচয়ের সময়ই ভাবনাটা মাথায় আসে। সে অনুযায়ী ‘লাদেন’কে সামনে রেখে ভুয়া ভিডিও টেপ তৈরি করেন হাসান। তারপর সেই টেপ তাঁর টিভি মালিকের কাছে বেচে দেন।

উদ্দেশ্য একটাই, নগদ কিছু টাকা হাতিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো। কিন্তু মার্কিন সরকার ও পাকিস্তানি গোয়েন্দা সংস্থা টেপটিকে গুরুত্বসহকারে নেয়। এমনই কাহিনি নিয়ে তৈরি হয়েছে ব্যঙ্গাত্মক ছবি তেরে বিন লাদেন। গত বছরের জুলাইয়ে বলিউডে মুক্তি পায় ছবিটি। তবে পাকিস্তানে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

ছবির প্রযোজক পূজা শেঠি দেওরা জানিয়েছেন, লাদেনের মৃত্যুর পর ছবিটির পুনর্মুক্তির কথা বিবেচনা করছেন তাঁরা। বিশ্বে এখন আলোচনার শীর্ষে ওসামা বিন লাদেন। স্বভাবতই তাঁকে নিয়ে নির্মিত ছবিটিও এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে। ছবিতে নুরা চরিত্রে অর্থাৎ নকল লাদেন হিসেবে অভিনয় করেছেন প্রধুমন সিং। ওয়েবসাইট।


 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।