আমাদের কথা খুঁজে নিন

   

নোকিয়ায় ৭০০০ কর্মীর চাকুরী বাতিল

আমি কেমনে তারে দেখি, তারই কাছে যাইতাম উইড়া- হইতাম যদি পাখি। । তার লাগিয়া পরান কাঁন্দে- জলে ভেজে আখি, কাছে পাইলে রাখতাম বুকে- করতাম মাখামাখি। । তার কারনে সব হারাইলাম- আর নাই কিছু বাকি, শায়খ বেধা পাখির মত- একা পড়ে থাকি।

। কেন এত পাষান সেযে- দেয় যে শুধুই

১২ শতাংশ কর্মীকে ছাটাই করতে যাচ্ছে অন্যতম বৃহৎ মোবাইল কোম্পানি নোকিয়া। নোকিয়া তাদের সিম্বিয়ান টেকনোলোজি বাদ দিয়ে এখন থেকে মাইক্রোসফট এর সফটওয়্যার ব্যবহার করবে। এর জন্য তাদেরকে প্রায় ৭০০০ কর্মী তাদের চাকরী হারাবেন। নোকিয়ার এই উদ্যোগে ২০১৩ সাল নাগাদ তাদের ব্যবসায়িক গবেষণা কর্মে খরচ ১৮ শতাংশ কমাতে পারবে।

২০১০ সালে এই খরচ ছিল ৫.৬৫ বিলিয়ন ইউরো , তা কমে দাঁড়াবে মাত্র ১ বিলিয়ন ইউরোতে। ফিনল্যান্ড , নোকিয়ার কেন্দ্রেও প্রায় ১৪০০ মানুষ তাদের কাজ হারাবেন, জানালেন ইউনিয়ান অফ প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স এর চেয়ারম্যান। Read more: Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.