আমাদের কথা খুঁজে নিন

   

এখনও টোঠে লিপিস্টিক ও গালে রং লাগান একজন প্রবীণ নারী

নাজমুল ইসলাম মকবুল

২৬। বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন ক্ষমতাধর নারী। ২৭। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দলীয় নেত্রীও একজন ক্ষমতাধর নারী। ২৮।

বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রী একজন ক্ষমতাধর নারী। ২৯। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী একজন ক্ষমতাধর নারী। ৩০। সু্প্রীম কোর্টের আপীল বিভাগে নিয়োগ পেয়েছেন একজন নারী।

৩১। অচিরেই শোলাকিয়ার ঈদগাহে জামাত পড়াতে নিয়োগ পাবেন একজন নারী। ৩২। অচিরেই বায়তুল মোকাররমে জামাত পড়াতেও নিয়োগ পাবেন নারী। ৩৩।

ব্রিটিশ পার্লামেন্টে সিলেটের বিশ্বনাথের একজন মহিলা এমপি নারী। ৩৪। বাংলাদেশের জাদরেল কৃষি মন্ত্রী একজন নারী। ৩৫। মুন্নুজান সুফিয়ান আরেক প্রতিমন্ত্রী নারী।

৩৬। অচিরেই স্পীকার হিসেবে নিয়োগের দরকার একজন নারী। ৩৭। প্রেসিডেন্ট পদে শিগগিরই দেখা যাবে বর্তমান বা সাবেক প্রধানমন্ত্রীর যে কোন একজন নারী। ৩৮।

পবিত্র কোরআন শরিফের বাংলা তরজমা লিখে নিয়ে তা দেখে দেখে জনসমাবেশে ফতোয়া দেন একজন নারী। ৩৯। ভারতকের ফ্রি ট্রানজিট দিয়ে দেশের মান মর্যাদা আকাশে তুলেছেন একজন নারী। ৪০। ওএমেসের চাল নিজ নেতা কর্মীদের মধ্যে বর্গা দিয়ে ভালো ইনকামের পথ সুগম করে দিয়েছেন একজন নারী।

৪১। পদে পদে ১৪৪ ধারা জারি করে গণতন্ত্রকে আরও সুসংহত করছেন নারী। ৪২। দেশের শেয়ারবাজারের গতি আকাশে তুলে দিয়েছেন নারী। ৪৩।

আড়িয়ল বিলে বিমানবন্দর বানাতে চেয়েছিলেন নারী। ৪৪। সংবাদপত্রের ও সাংবাদিকদের নির্যাতনে জুড়ি নেই একজন নারীর। ৪৫। কোটি টাকার পারফিউম ব্যবহার করেন সাবেক ক্ষমতাধর এক নারী।

৪৬। মাধায় পট্টি বেধে এখন খুলে ফেলেছেন একজন নারী। ৪৭। এক সময়ের হাতের তসবীও ছুড়ে ফেলে দিয়েছেন এক নারী। ৪৮।

পর পুরুষের সাথে হাত মিলাতে দারুন লাগে একজন নারীর। ৪৯। এখনও টোঠে লিপিস্টিক ও গালে রং লাগান একজন প্রবীণ নারী। ৫০। দেশের মানুষদের ইচ্ছেমতো নাচাতে পারেন কয়েকজন নারী।

একজন ব্লগার নারীর ৫০টি বৈশিষ্ট্যের মধ্যে ২৫টি উল্লেখ করায় বাকী ২৫টি আমি উল্লেখ করলাম। ব্লগার বন্ধুর নাম সংঘাত নিচে তার ২৫টি কপি করে বন্ধুদের সাথে আবার শেয়ার করলাম আমাদের সমাজটা সর্বক্ষেত্রে নারীদের বিরুদ্বে বৈষম্যের কারনে নারীদের একটা আকাংক্ষা জেগে উঠে তা হলো, আহা! যদি পুরুষ হয়ে জন্মাতাম!!এখন নারী হয়ে জন্মগ্রহন করা গ্রেট ও গর্বের কারন গুলোর ৫০ টা কারন বলছি এক এক করে। #১ গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের মতে পৃথিবীতে ইংরেজী ভাষার যে গানটি সবচেয়ে বেশী গাওয়া হয় তার রচিয়েতা হলেন নারীরা। এটা আরো অনেকগুলো ভাষায় অনুবাদিত হয়ে গাওয়া হয়। গানটি ১৮৯৩ সালে মিল্ড্রেড হিল ও স্মিথ হিল মিলে রচনা করেন।

গানটি সবসময় আমরা অন্যদের জন্মদিনে গাই তাহলো, হ্যাপী বার্থ ডে টু ইউ। মহাশূন্যে গাওয়া প্রথম গানটি ও এটা, ১৯৬৯ সালের ৮ ই মার্চ এপোলো ৯ এ নাসার স্পেস ডাইরেক্টের ক্রিস্টোপার ক্রাফটের জন্যে গাওয়া হয়। #২ মেয়েরা ছেলেদের চেয়ে ভালো গান গায়। #৩ নারীরা অনেক জিনিস আবিস্কার করেছে যার দ্বারা আমাদের জীবনযাপন অনেক সহজ হয়েছে। #৪ ওভারঅল, নারীরা পুরুষদের চেয়ে ভালো গাড়ি চালায়।

#৫ নারীরা শব্দ চয়নে এগিয়ে এবং বাকশক্তি পুরুষের চেয়ে অনেক ভালো। #৬ নারীরা শব্দহীন যোগাযোগে ও শ্রেষ্ঠ ও এগিয়ে। #৭ মানবতত্ত্ব ও প্রত্নতত্ত্ব এক্সপার্টরা নারীদের কৃতিত্ব দেয় মানবসভ্যতাগুলোর জন্যে। #৮ নারীদের শরীরের গন্ধ পুরুষের চেয়ে ভালো। #৯ নারীদের গন্ধশুকার বা স্মেলিংয়ে ও পুরুষের চেয়ে উন্নত।

#১০ ইতিহাসের কিছু শক্তিশালী এবং এফেক্টিভ নেতা ছিলেন অনেক রানীরা। #১১ দুইজন নারী শুরু করে আবিস্কার ও উপনিবেশিকতা যা বর্তমান আমেরিকা নামে পরিচিত। #১২ নারীরা বর্তমানে বিভিন্ন দেশে ক্ষমতার উচ্চ জায়গায় প্রতিষ্ঠিত। #১৩ শুধু মাত্র মাসল ছাড়া, নারীদের শরীর সর্বক্ষেত্রে শক্তিশালী পুরুষের চেয়ে। #১৪ একজন আমেরিকান নারী সবচেয়ে বেশী দাসকে মুক্ত করেছেন অন্য যে কারোর চেয়ে।

#১৫ সবচেয়ে বড় সত্য, এক নারীর লেখা বই দ্বারা আমেরিকায় গৃহযুদ্ব শুরু হয়, এবং যা চিরতরে শেষ করে আমেরিকায় দাসত্ব। #১৬ ১৯৬০ এর দিকে একজন নারী সাহসী পদক্ষেপে আমেরিকান সিভিল রাইটস আন্দোলন শুরু হয়। #১৭ নারীরা বিশেষভাবে ডাক্তার হওয়ার যোগ্য। #১৮ নারীরা আমাদের অনেক ইন্ফ্লুয়েনশাল বই লিখেছেন। #১৯ একজন আমেরিকান নারীর দ্বারাই সব আমেরিকানরা ভোট দেওয়ার অধিকার পায়।

#২০ আমেরিকান ওয়ে অফ লাইফের অনেকগুলো সেরা সংস্কার করা হয়েছিলো নারীদের প্ররোচনা করার কারনে। #২১ এই বিশ্বের সাম্প্রতিক অনেকগুলো সংস্কারগুলো নারীরা করেছেন। #২২ অনেক ভয়ংকর পরিস্হিতিতে(টর্নেডো,ভুমিকম্প) নারীরা পুরুষের চেয়ে ভালোভাবে সামাল দেয়। #২৩ নারীরা পুরুষের চেয়ে অনেক বেশী পিজিক্যাল পেইন বহন করেন। #২৪ আমেরিকাতে সর্বপ্রথম নারীরাই শিশুদের জন্যে কিন্ডারগার্ডেন শুরু করেন।

#২৫ মেয়েরা ছেলেদের চেয়ে কানে বেশী শুনে। যা হোক এইভাবে ৫০ টা কারন হতে ২৫ টা শুধু হেডলাইন অনুবাদ করে দিলাম। প্রত্যেকটা বিষয়ের জন্যে বিস্তারিত জানতে ঐ বইটা ডাউনলোড করে পড়ে নিন। ধন্যবাদ সবাইকে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.