আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইল ফোন কলে বাড়তি ভ্যাটের প্রস্তাব এনবিআরের | সরকারের দূর্ণীতির বোঝা আজ সাধারন মানুষের কাঁধে !!

আমার ব্লগ একদিকে ভারতকে শুল্ক ছাড় অন্যদিকে জনগণের ওপর বাড়তি করের বোঝা ! ------------ পদ্মা সেতু নির্মাণে সরকারি নির্দেশে চলতি অর্থবছরে অভ্যন্তরীণ উৎস থেকে চার হাজার ৩৪০ কোটি টাকা সংগ্রহের একটি পরিকল্পনা তৈরি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মধ্যে মোবাইল ফোনের প্রতি মিনিট কলের ওপর অতিরিক্ত ৫ পয়সা হারে ভ্যাট আরোপের মাধ্যমে এক হাজার ১০৩ কোটি টাকা আদায়ের প্রস্তাব রয়েছে। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে আরো জানা গেছে, এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি কমিটি এ-সংক্রান্ত একটি প্রতিবেদন তৈরি করেছে। সেখানে বলা হয়েছে, মোবাইল ফোনের কল রেটের ওপর নতুন ভ্যাট আরোপ, বকেয়া রাজস্বের ওপর সারচার্জ নির্ধারণ, আমদানি পর্যায়ে শুল্ক বাড়িয়ে এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি আইনের আওতায় চলতি বছরেই প্রায় চার হাজার ৩৪০ কোটি টাকা সংগ্রহ করা সম্ভব।

পদ্মা সেতুর নির্মাণের শেষ সময় পর্যন্ত অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুসারে ধারাবাহিকভাবে রাজস্ব বোর্ড থেকে অর্থ সরবরাহ করা যাবে বলেও প্রতিবেদনে বলা হয়েছে। কমিটির অন্য তিন সদস্য হলেন এনবিআর মূসক শাখার সদস্য ব্যারিস্টার জাহাঙ্গীর শাহ, আয়কর নীতি শাখার সদস্য আমিনুল করিম এবং শুল্ক শাখার সদস্য ফরিদ উদ্দিন। গত ৭ ফেব্রুয়ারি কমিটির প্রথম বৈঠক হয় বলে জানা গেছে। এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন কালের কণ্ঠকে বলেন, সরকার চলতি অর্থবছরেই পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু করতে চায়। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে সেতু নির্মাণের শুরু থেকে শেষ সময় পর্যন্ত এনবিআরের পক্ষ থেকে কী পরিমাণ অর্থ সরবরাহ করা সম্ভব, তা নির্ধারণ করার কাজ চলছে।

তিনি বলেন, সেতু নির্মাণের অর্ধেক ব্যয় অর্থাৎ ১২ হাজার কোটি টাকাও যদি স্থানীয় উৎস থেকে জোগাড় করতে হয়, তাহলে তিন থেকে পাঁচ বছর সময় পেলে এনবিআর তা করতে পারবে। তবে বাড়তি অর্থ সংগ্রহ করতে গিয়ে সাধারণ মানুষ যাতে ভোগান্তির শিকার না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। এ বিষয়ে এনবিআর আয়কর নীতি শাখার সদস্য আমিনুল করিম কালের কণ্ঠকে বলেন, রাজস্ব খেলাপিদের ওপর সারচার্জ আরোপ করা হলে এবং মোবাইল ফোন ব্যবহারকারীদের ওপর চলমান হিসাবের বাইরে অতিরিক্ত ন্যূনতম ভ্যাট নির্ধারণ করা হলে বড় অঙ্কের রাজস্ব আদায় হবে। অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকমস অপারেটরস অব বাংলাদেশের গত জানুয়ারিতে করা হিসাব অনুযায়ী দেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ৯ কোটি ৭৩ লাখ। ২০১১ সালে এ খাত থেকে সরকারের রাজস্ব আদায় হয় ১০ হাজার ৯৯ কোটি টাকা।

এনবিআরের মতে, প্রতি মিনিট কলের ওপর ৫ পয়সা করে অতিরিক্ত ভ্যাট আদায় করলে এপ্রিল থেকে জুন পর্যন্ত চলতি অর্থবছরেই এক হাজার ১০৩ কোটি টাকা তোলা সম্ভব হবে। এনবিআরের প্রতিবেদনে বকেয়া রাজস্বের ওপর ৫ শতাংশ সারচার্জ আরোপের প্রস্তাব করা হয়েছে। এর মাধ্যমে পদ্মা সেতুর জন্য কমপক্ষে দুই হাজার ২০০ কোটি টাকা আদায় করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। বিকল্প বিরোধ নিষ্পত্তির আইনের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এনবিআরের প্রতিবেদনে। মামলাজটে আটকে আছে এক লাখ ২৭ হাজার কোটি টাকার রাজস্ব।

বিকল্প বিরোধ নিষ্পত্তি আইনের আওতায় এসব মামলার একটি বড় অংশ নিষ্পত্তি করা গেলে পদ্মা সেতুতে উল্লেখযোগ্য পরিমাণ অর্থের জোগান দেওয়া সম্ভব বলে প্রতিবেদনে বলা হয়েছে। বিকল্প বিরোধ নিষ্পত্তির দায়িত্বে থাকা এনবিআর সদস্য কালিপদ হালদার কালের কণ্ঠকে বলেন, মামলায় আটকে থাকা রাজস্বসংক্রান্ত বিরোধ নিরসন করতে পারলে বড় অঙ্কের অর্থ আদায় হবে। এনবিআর সূত্র জানায়, প্রায় ২৮ হাজার মামলা আটকে রয়েছে। এসব মামলার উল্লেখযোগ্য সংখ্যক নিষ্পত্তি করা সম্ভব হলে চলতি অর্থবছরের অবশিষ্ট প্রায় চার মাস সময়কালে ৭০ কোটি টাকা আদায় হবে। এর মধ্য থেকে ৫০ কোটি টাকা পদ্মা সেতুর নির্মাণকাজে সরবরাহ করা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আমদানি পর্যায়ে শুল্ক বাড়িয়ে ৯৮৭ কোটি টাকা আদায় করা সম্ভব। এ ক্ষেত্রে পণ্য ভেদে শুল্কের পরিমাণও ভিন্ন হবে। এ ছাড়া সহজ শর্তে কালো টাকা বিনিয়োগের সুযোগ এবং কর রেয়াত দেওয়ার মাধ্যমে বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে পদ্মা সেতু প্রকল্পে বিনিয়োগে আগ্রহী করার বিষয়ে এনবিআরের প্রস্তাব রয়েছে। এ ক্ষেত্রে বিনিয়োগ করা অর্থ সম্পর্কে কোনো প্রশ্ন এনবিআরসহ কোনো সরকারি সংস্থা থেকে না করার নিশ্চয়তা দেওয়া হবে। তবে এসব খাত থেকে ঠিক কত টাকা সেতুর কাজে বিনিয়োগ করা সম্ভব হবে তার কোনো হিসাব এখনো করা হয়নি।

সর্বশেষ তথ্য অনুযায়ী, পদ্মা সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৪ হাজার ৩৯৪ কোটি টাকা। বৈদেশিক মুদ্রার পাশাপাশি স্থানীয় অর্থেরও প্রয়োজন হবে দেশের বৃহত্তম এই অবকাঠামো প্রকল্পে। স্থানীয় অর্থের একটি বড় অংশের জোগান দিতেই কাজ করছে এনবিআর। সূত্র: কালের কণ্ঠ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.