আমাদের কথা খুঁজে নিন

   

অদ্ভুত সীমানা



আমি যে এলাকায় থাকি সেটা একটা সংরক্ষীত এলাকা। আমাদের গেটের ভেতর একটা মাঠ আছে। আজ বিকালে রুম থেকে বের হয়ে বাহিরে যাওয়ার সময় সেই মাঠে বাচ্চাদের খেলা দেখে বেশ কিছুক্ষন দাড়িয়ে ছিলাম। মাঠ টা যতটুকু বড় তাতে বড়জোর দুটো দল খেলতে পারে কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে মাঠে কমপক্ষে দশ বার টা দল খেলা করছে। কোন দল ফুটবল কোন দল ক্রিকেট আবার কোন দল ব্যাডমিন্টন।

যেখানে খুব কষ্ট করে দুটো দল খেলতে পারে সেখানে দশ বার টা দল খেলছে অথচ কারো সাথে কারো কোন ঝগড়া নাই । কেউ কারো সাথে লাগছে না , মনে হচ্ছে সবার সীমানা আলাদা করা আছে। অদেখা এক সীমানা যেটা শুধু অনুভব করা যাই। এত ছেলে পুলর ভিতর যে যার দলের ঠিক তারা সেই দলের বল নিয়ে খেলছে। খুব ভাল লাগল দেখে , মনে হলো এক সময় তো আমিও এমনটি ছিলাম ।

আজ আমি খেলা করার একদম সময় পাই না । আর সময় পেলেও ভাল লাগে না খেলতে। ঐ অদ্ভুত সীমানার মতো কত অদ্ভুত হয়ে গেছে আমার মন। আমার এক বন্ধুর মতো বলতে হয় সময় কাউকে ক্ষমা করে না। ==============


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.