আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে নোয়াখালী স্টেডিয়ামে বাণিজ্যমেলার কাজ বন্ধ

mojnu@ymail.com

খেলোয়াড়দের অব্যাহত প্রতিবাদের মুখে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়নি। বন্ধ করে দেওয়া হয়েছে মেলার অবকাঠামো নির্মাণ কাজ। জেলা ক্রীড়া সংস্থার জ্যেষ্ঠ সহ-সভাপতি মনিরুজ্জামান চৌধুরী রোববার এ কথা জানিয়েছেন। তিনি বলেন, জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন শনিবার সন্ধ্যায় স্টেডিয়ামে খেলোয়াড়দের সঙ্গে তার বৈঠকের পর মেলা না হওয়ার কথা আয়োজক কর্তৃপক্ষকে তিনি জানিয়েছেন। ডিসি সিরাজুল বৈঠকের কথা স্বীকার করলেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

কয়েকদিন আগে সবরকম অনুশীলনের ওপর নিষেধাজ্ঞা দিয়ে শহীদ ভুলু স্টেডিয়ামে ১ মে থেকে শিল্প ও বাণিজ্য মেলা আয়োজনের সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। ওই সিদ্ধান্তের প্রতিবাদে খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা জেলা সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করে। এ প্রেক্ষিতে খেলোয়াড়রা মাঠে ঢুকলে ডিসি তাদের গ্রেপ্তারের 'হুমকি' দেন বলে অভিযোগ করেন খেলোয়াড়রা। শনিবার সন্ধ্যায় স্টেডিয়ামে ফুটবল খেলোয়াড়দের সঙ্গে অনির্ধারিত বৈঠক করেন জেলা প্রশাসক (ডিসি)। এতে জেলা ক্রীড়া সংস্থার জ্যেষ্ঠ সহ-সভাপতিসহ পাঁচ সদস্য উপস্থিত ছিলেন।

মনিরুজ্জামান বলেন, "বৈঠকে স্টেডিয়ামে মেলা হবে কি হবে না এই সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। " নোয়াখালী চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে ১ মে থেকে এই মেলা শুরু হওয়ার কথা ছিলো। এজন্য গত ১০ দিন ধরে স্টেডিয়ামে অবকাঠামো তৈরির কাজ চলছিলো। এ বিষয়ে কথা বলতে নোয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজের সভাপতি আনোয়ার মীর্জার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। রোববার বিকেলে শহীদ ভুলু স্টেডিয়ামে সরজমিনে দেখা গেছে মেলার অবকাঠামো নির্মাণ কাজ বন্ধ রয়েছে।

সূত্র : Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।