আমাদের কথা খুঁজে নিন

   

বুদ্বুদের বৃত্ত



বুদ্বুদের বৃত্ত তুমি ঈশ্বর, ইচ্ছের সাবান পানিতে মন্ত্র ফুঁকে ছোট বড় বুদ্বুদের বৃত্ত ছড়িয়ে দিয়েছো মহাকাশ জুড়ে। গ্রহ, নক্ষত্র আরো যত বৃত্ত, সব তোমারই ভৃত্য। এক বৃত্তের বলয়ে আমি ঘুরছি- ঘুরাচ্ছো তুমিই। আমিও খেলার ছলে কখনোবা ফুঁ দিই সাবান পানিতে, খেলি বুদ্বুদের বৃত্ত নিয়ে- ঠুনকো সে বৃত্ত বাতাসে মিশতে না মিশতেই উধাও, শুধুই ক্ষণিকের নৃত্য। আমি নিজেই ভাবি- এক ক্ষণস্থায়ী বুদ্বুদ এই পৃথিবীর বৃত্তে, বেঁচে আছি আলোছায়া আর নির্মল বাতাসে- তুমি ফুঁ দিলেই উড়ে যাবো কোন এক মহাকাশে। বৃত্ত আর বুদ্বুদের খেলা শুধু তোমারই সাজে, কী অপরিসীম ক্ষমতা লুকিয়ে রেখেছো তুমি নিজের মাঝে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.