আমাদের কথা খুঁজে নিন

   

আমকে দু;দন্ড সুখ দিয়েছিলে-

মানুষ আসে মানুষ যায় কিন্তু সময় যায় চিরতরে

অনেক বছর পরে আজ তুমি আমকে দু;দন্ড সুখ দিয়েছিলে- তোমার ওষ্ঠের শীতল পরশ আমাকে শীহরিত করেছে আমি মৃত্যুকে অনুভব করে-আবার ফিরে এলাম এই ধরনীর বুকে। মরুর বুকে তপ্ত বালুকার মাঝে এক খন্ড মেঘের মত- আমার তৃষিত অন্তরে তুমি সহসাই বইয়ে দিলে প্রশান্তির সুবাতাস তোমার আলিঙ্গনে আমি নিজেকে আবার খুঁজে পেলাম জীবিত রুপে! ব্যাথার সাগর নদী পেরিয়ে এসে-শেষে উঠেছিলো আজ বৈশাখী ঝড়- ওলট পালট হয়ে গেলো তাই সাঁজানো-গোছানো সংসার ও প্রকৃতি বুকের পাঁজর ভেঙ্গে চুরমার-বয়ে গেলো রক্তবৃষ্টি হৃদয়ে। বিদ্যুৎ ঝলকানো ও দুটি চোখে আমি তাকাতে পারিনি ভয়ে! যে চোখের মাঝে আমি হারিয়েছি নিজেকে হাজার বছর ধরে- তোমার কাজল কালো চোখের জলে-আমি সুখী হয়েছি,অনেক দিনের পরে। মেঘ মুক্ত আকাশের বুকে লাল সুর্য্যের মত তোমার সিঁদুর আঁকা ললাটে- যেখানে আমার মৃত্য রেখা এঁকে দিয়েছিলে-আমার চুম্বন চিহ্ন মুছে,সেখানে বিন্দু বিন্দু ঘামের শিশির দেখে আমি বেঁচে থাকার রসদ পেয়েছি খুঁজে। প্রায় দুই যুগ পরে-তুমি এসেছিলে আজ আবার আমার ভেঙ্গে যাওয়া ঘরে- স্বপ্ন যেখানে সমাধী দিয়েছো-প্রেমের আগুনে পুড়ে গেছে যে সোনালী অতীত, সেই ধ্বংস প্রানের অস্থি-মজ্জা ঘিরে-তুমি দাঁড়িয়ে ছিলে আমাকে দু'দন্ড সুখী করবে বলে। তাই আজ অনেক বছর পরে-তোমার উষ্ণ দীর্ঘশ্বাসে আমাকে সুখী করে গেলে- মৃতপ্রায় অসাড় এই কংকালসম শরীরে-তোমার বিরহী অমৃত অশ্রুকনা ঝরিয়ে, আমাকে আবার বাঁচতে সাহায্য করে-তুমি আমাকে দু'দন্ড সুখ দিয়েছিলে। ভাবিনি কখনো আবার দেখব ও মুখ-সেই চলা,সেই বলা আর চিরচেনা সে সুরে- ডাকবে আমার প্রেমের প্রতিমা প্রিয় নাম ধরে। তোমার কোমল কন্ঠস্বরে- তাই-অনেক বছর পরে আজ তুমি আমাকে কাঁদিয়ে-নিজেও কেঁদে গেলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.