আমাদের কথা খুঁজে নিন

   

আমায় জড়িয়ে নাও তোমার / বৃতিতে, দল আর উপদলে;/ আমকে সবুজ করে দাও /তোমার দীর্ঘ সবুজে;

জানলাম-'' যিনি বীর্যবান , গুনবান, চরিত্রবান , কান্তিমান , বিদ্বান , ধর্মজ্ঞ , কৃতজ্ঞ , সত্যবাদী , দৃঢ়ব্রত , প্রিয়দর্শন , ইন্দ্রিয়জয়ী , ক্রোধজয়ী , সর্বহিতকারী , পরোন্নতি-সহনশীল এবং লৌকিক ব্যবহারে দক্ষ - তিনিই আদর্শ পুরুষ । " ডেইজি, তোমার শুভ্র সাদা হলুদে আমায় একটু মিশিয়ে নাও, আমায় জড়িয়ে নাও তোমার বৃতিতে, দল আর উপদলে; আমাকে সবুজ করে দাও তোমার দীর্ঘ সবুজে; আমি দুলতে চাই বিকেলের বাতাসে আর ভিজতে চাই সকালের শিশিরে, আমাকে সবুজ করে দাও তোমার দীর্ঘ সবুজে; আমাকে বন্ধন দাও আমাকে তুমি মুক্তি দাও আমাকে ভালোবেসে তোমার শুভ্র সাদা হলুদে মিশিয়ে নাও ডেইজি, আমাকে তোমার প্রেমিক করো আমাকে তুমি সাদা করো আমাকে তুমি হলুদ করো আমাকে তুমি সবুজ করো আমার অনুরোধটুকু রাখো আমাকে একটু ভালোবাসো আমাকে একটু মিশিয়ে নাও তোমার সাদা হলুদ আর সবুজে । ( ডেইজি, ডি মুন, ২৫/০৫/২০১৩, রাত ১০;৪৪ )  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।