আমাদের কথা খুঁজে নিন

   

পানি সঙ্কট

আমি একজন পর্যটন কর্মী। বেড়াতে, বেড়ানোর উৎসাহ দিতে এবং বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

কল ছেড়ে দিয়ে দাঁত ব্রাশ করার যে অবস্থা দেখছি তাতে দেশে পানির সঙ্তট কাটানোর কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। একজনের ব্রাশ করতে যদি দশ লিটার পানি খরচা হয় তাহলে বলবার কিছু নেই। ওয়াসার এমডি বললেন, ঢাকায় নাকি জনপ্রতি ১২০ লিটার পানি খরচের হিসাব তাদের।

তাহলে একাই যদি কেউ রেকবল দাঁতনের জন্য ১০ লিটার খরচা করে তাইলে বাকি কাজ? চলবো না কোনো ভাবেই। তার ওপর সৌখিন বাড়িঅলারা দেখি তাদের আদরের দারোয়নদের কোনো শাসনই করেন না। পানির ছেড়ে তিনি বিড়ি ফোঁকেন। এ দিকে ট্যাঙ্কি ভরে পানি বাইরে পড়ছে। ভিজছে রাস্তদা।

কেউ আবার বাসার সামনের ধুলো নিবারণ করার জন্য ব্যাপক ভিত্তিক পানি ছিটানোর কাজে ব্যস্ত। আসুন পানির অপচয় রোধ করি, আপনার অপচয় করা পানি দিয়ে আরো দশজন সুবিধা নিতে পারতেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.