আমাদের কথা খুঁজে নিন

   

দাগনভূঞায় মাটি কাটা নিয়ে সংঘর্ষে আহত ১০

mamun.press@gmail.com

আবদুল্লাহ আল-মামুন, ফেনী ফেনীর দাগনভূঞার মাতুভূঞা ইউনিয়নের উত্তর মমারিজপুর গ্রামে শুক্রবার সকালে ফসলী জমির মাটি কেটে রাস্তা বাধাকে কেন্দ্র করে দু’পরে সংঘর্ষে অন্ততঃ ১০ জন আহত হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, গ্রামের আকবর ফকির বাড়ির রাস্তা তৈরী করার জন্য পাশ্ববর্তী আলমের জমি থেকে মাটি কাটার সময় আলমের পে পলাশের নেতৃত্বে ১০/১২ জন যুবক বাধা দেয়। এতে দু’পরে মাঝে সংঘর্ষ বাধে অন্ততঃ ১০ জন আহত হয়। আহতরা হলেন- ছেরাজল হকের স্ত্রী ফিরোজা খাতুন (৬০), আলমের স্ত্রী আলেয়া বেগম (৫০), নুরুল হকের স্ত্রী জহুরা খাতুন (৫৫), দুলালের স্ত্রী লাকী আক্তার (৩৫), ছেরাজল হকের ছেলে ইব্রাহিম (২০)। আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ছেরাজল হকের ছেলে মোঃ মিলন (২৫) কে গ্রেফতার করে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দাগনভূঞা থানার ওসি শেখ লুতফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে রেখেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।