আমাদের কথা খুঁজে নিন

   

ফ্যাশন ডিজাইনিং-১

জাগতিক জগতে আমি কাব্যিক......

সবাইকে সালাম জানিয়ে আজ আমি বিষয়ভিক্তিক ব্লগ লিখছি ফ্যাশন ডিজাইন নিয়ে। প্রথমেই জানতে হবে ফ্যাশন ডিজাইন কী?এই লাইনটা পড়ে অনেকেই মনে মনে হাসছেন!!!ভাবছেন এ আর নতুন কি?সবাই জানে ফ্যাশন ডিজাইন মানে কাপড় চোপড়ের কারবার। হুমম্। শুধু কি তাই?আসুন বিশদভাবে জানি ফ্যাশন ডিজাইন মানে কি? ফ্যাশন ডিজাইনঃ-Fashion design is the art of the application of design and aesthetics or natural beauty to clothing and accessories. Fashion design is influenced by cultural and social latitudes, and has varied over time and place. Fashion designers work in a number of ways in designing clothing and accessories. Some work alone or as part of a team. They attempt to satisfy consumer desire for aesthetically designed clothing; and, because of the time required to bring a garment onto the market, must at times anticipate changing consumer tastes.এটা হলো উকিপিডিয়ার ভাষায় ফ্যাশন ডিজাইন। আরেকটু খোলাসা করে বলি।

এটি এমন একটি শিল্প মাধ্যম যার সাহায্যে একজন ডিজাইনার একটি পোশাককে উপজীব্য করে তার মননশীলতার পরিচয় দেন। ফ্যাশন ডিজাইনাররা বিভিন্নভাবে তাদের কাজগুলো করে থাকেন। কেউ কেউ তাদের আইডিয়াগুলো স্কেচের মাধ্যমে ফুটিয়ে তোলেন,কেউ সরাসরি ডিজাইনটি পোশাকে ফুটিয়ে তোলেন। এক এক দেশের পোশাক এক এক রকম। স্থাণ,কাল,পাত্র,জলবায়ু,আবহাওয়ার ওপর নির্ভরকরে একজন ফ্যাশন ডিজাইনার তার কালেকশান তৈরী করেন।

ধরে নিই বাংলাদেশের মানুষের জন্য একজন বাংলাদেশী ডিজাইনার কিভাবে তার বিষয়বস্তু নিরবাচন করবেন? তাকে অনেক বিষয় মাথায় রেখে ডিজাইন করতে হবেঃ- *পোশাকটি কার জন্য করা হচ্ছে? *কোন কালে/সময়ে করা হচ্ছে? *কোন মেটেরিয়ালে করা হচ্ছে? *কেমন ডিজাইনে করা হচ্ছে? এতো গেলো শৈল্পিকতা। এইবার আসুন ফ্যাশন ডিজাইনের A 2 Z সর্ম্পকে জানি- (চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.