আমাদের কথা খুঁজে নিন

   

ফতোয়ার নামে শাস্তি গ্রহণযোগ্য নয়: ৫ আলেম

আমি বাংলার...।

ঢাকা ডেস্ক :: ফতোয়া দিয়ে কাউকে শাস্তি দেয়া গ্রহণযোগ্য নয় এবং তা আইন ও ফতোয়ার দৃষ্টিতে বেআইনি বলে মত দিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন মনোনীত ৫ বিশিষ্ট আলেম। বুধবার ফতোয়া অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানিতে অংশ নিয়ে তারা এ কথা বলেন। ৫ বিশিষ্ট আলেমের সবাই ফতোয়ার পক্ষে মত দিয়ে বলেন, ফতোয়া কোনো বিচার নয় এবং এটি দেশের বিদ্যমান আইনের পরিপন্থিও নয়। প্রায় ১০ বছর আগে ফতোয়া অবৈধ ঘোষণা করে হাইকোর্ট রায় দিলেও এখনো ফতোয়া বন্ধ করা সম্ভব হয়নি।

আর এর বিরুদ্ধে করা আপিলে আবেদনেরও এখনো নিষ্পত্তি হয়নি। সর্বশেষ শরীয়তপুরে কিশোরী হেনাকে গ্রাম্য সালিশের মাধ্যমে ১০১টি দোররা মারার ফতোয়া দেয়া হয়। এ ঘটনায় হেনার মৃত্যু হলে বিষয়টি আবারো আলোচনায় আসে। হাইকোর্ট স্বতঃপ্রণোদিত রুল জারি করে এবং ফতোয়ার ঘটনা আর যাতে না ঘটে সেজন্য সরকারের বিভিন্ন সংস্থার প্রতি নির্দেশ জারি করে। গত ১০ মার্চ ফতোয়া সম্পর্কে বিশেষজ্ঞ আলেমদের মতামত জানতে চায় সুপ্রিম কোর্ট।

লিখিতভাবে তাদের মতামত দিতে বলা হয়। তবে তারা চাইলে আদালতে গিয়ে মৌখিকভাবে মতামত দিতে পারবেন বলেও আদালত জানান। এজন্য বিশেষজ্ঞ ৫ জন আলেম মনোনীত করতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে (ডিজি) নির্দেশ দেয়া হয়। বুধবার আদালতে দেয়া বক্তব্যে ৫ বিশিষ্ট আলেমের সবাই ফতোয়ার পক্ষে মত দিয়ে বলেন, ফতোয়া কোনো বিচার নয় এবং এটি দেশের বিদ্যামান আইনের পরিপন্থিও নয়। ফতোয়াকে নিষিদ্ধ করে রায়ে দেয়ার ক্ষেত্রে হাইকোর্ট হাদিসের ভুল ব্যাখ্যা দিয়েছে।

ফতোয়ার জন্য একটি বোর্ড গঠনেরও পরামর্শ দেন কেউ কেউ। ফতোয়া ইসলামি বিধি বিধানের প্রকাশ-এ কথা উল্লেখ করে ইসলামিক রিসার্স সেন্টারের পরিচালক মুফতি মিজানুর রহমান বলেন, ফতোয়া নিষিদ্ধ হলে পবিত্র কোরআনের ব্যাখ্যা দেয়া যাবে না। সরকারের নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ফতোয়া বোর্ডের সঙ্গে দ্বিমত পোষণ করে তিনি বলেন, এর ফলে ধর্মের অপব্যাখ্যা আসতে পারে। এদিকে, আদালতে বিশেষজ্ঞ আইনজীবীর বক্তব্যে সাবেক অ্যার্টনি জেনারেল এএফ হাসান আরিফ বলেছেন, ফতোয়া দিয়ে যে কেউ মতামত দিতে পারে এবং এটি আমাদের আইনের পরিপন্থি নয়। শাস্তি প্রদানকে ফতোয়া বলা যায় না-এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, ফতোয়া সোস্যাল বুকমার্কঃ নিষিদ্ধ করে হাইকোর্টের দেয়া রায় সঠিক ছিল না।

সুত্রঃ http://www.ukbdnews.com


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.