আমাদের কথা খুঁজে নিন

   

এফবিসিসিআই সভাপতির বিজনেস ইথিকস্!

কাপুরুষের শেষ আশ্রয় হল দেশপ্রেম
''আবারো যদি তত্ত্বাবধায়ক সরকার আসে তাহলে ৫০ ভাগ ব্যবসায়ী দেশ ছেড়ে পালাবে। '' উপরের কথাটি শুনলে মনে হতে পারে কোথায় কোন ভুল হয়েছে। মনে হতে পারে ভুল করে 'ব্যবসায়ী' বলা হয়েছে। এখানে রাজনীতিবিদ, সন্ত্রাসী/গডফাদার, কিংবা দুর্নীতিবাজ আমলাদের কথা বলা হয়ে থাকতে পারে। আচ্ছা ধরেই নিলাম, 'ব্যবসায়ী' শব্দটা ঠিক আছে।

কিন্তু বক্তা নিশ্চয়ই কোন মন্ত্রী বা রাজনীতিবিদ, বা প্রশাসনের কোন কর্তাব্যক্তি, বা সাংবাদিক, বা বুদ্ধিজীবী- নিদেনপক্ষে ব্যবসায়ীদের উপর ক্ষিপ্ত কোন সাধারণ নাগরিক। কিন্তু না, বক্তা হলেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর সভাপতি এ কে আজাদ! আপনি আশান্বিত হতে পারেন এই ভেবে যে, এ কে আজাদ সাহেবরা হয়ত আত্মসমালোচনা করছেন। ৫০ ভাগ ব্যবসায়ী যে অন্যায় কাজের সাথে জড়িত সেটা তিনি স্বীকার করছেন। কিন্তু না, আপনি যা ভাবছেন তা নয়! এ কে আজাদ সাহেব বলতে চেয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার এলে ব্যবসায়ীদের উপর জুলুম নির্যাতন হয়! নিরীহ ব্যবসায়ীরা ভোগান্তির স্বীকার হয়! তাই তারা দেশ ছেড়ে পালায়! জ্বি, যা শুনেছেন ঠিকই শুনেছেন! তত্ত্বাবধায়ক সরকার এলে ব্যবসায়ীদের ঘুম হারাম হয়ে যায়। রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকলে তাদের ব্যবসা করতে সুবিধা হয়।

আচ্ছা, পাগলেও কি বিশ্বাস করবে- নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে ৫০ ভাগ সৎ ব্যবসায়ীরা দেশ ছেড়ে পালাবেন? আগের ২ বছর যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল সেই জুজুর ভয় দেখিয়ে বার বার অসৎ উদ্দেশ্যে হাসিলের চেষ্টা নয় কি? আর ঐ সরকারকে সমর্থন দিয়েছিল দেশের শীর্ষ ব্যবসায়ীরাই- সেটা কি আজাদ সাহেব এত দ্রুত ভুলে গেলেন- নাকি ইচ্ছাকৃতভাবে তথ্যবিকৃত করলেন? প্রিয় পাঠক, আর বলতে চাই না। উক্ত সেমিনারের বিষয় ছিল 'বিজনেস ইথিকস্'! এ কে আজাদ সাহেবরা গত ৪০ বছর ধরে এদেশের মানুষের রক্ত চুষে খেয়ে আজ নতুন আব্দার শুরু করেছেন। কিছু ভাল কথার ফাঁকে সীমাহীন লোভের জিহবাটি আলগা করা শুরু করেছেন। আগামী তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে ৫০ ভাগ ব্যবসায়ী অবশ্যই দেশ ছেড়ে পালাবেন। সবার আগে থাকবেন শেয়ার বাজার থেকে হাজার কোটি টাকা আত্মসাৎ কারী সালমান-ফালু-লোটা কামালরা।

আর তাদের রক্ষা করার মহান দায়িত্ব নিয়েছেন ব্যবসায়ী পরিচয়ের আড়ালে আরেক সুবিধাবাদী এ কে আজাদ। আমরা সাধারণ জনতা। ব্যবসায়ীদের মত আমাদের সামর্থ্য নেই যে বলি- রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে আমরা ১৬ কোটি মানুষ দেশ ছেড়ে পালাবো। দুর্নীতি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, সন্ত্রাস, বেকারত্ব- সবকিছু নিয়ে এই ১৬ কোটি মানুষকে দেশের মাটি আঁকড়ে ধরে থাকতে হয়। আর রাজনীতিবিদ কাম ব্যবসায়ী নামের অমানুষগুলো ৫ বছর পালিয়ে থেকে পরবর্তী ৫ বছর লুটে খাওয়ার অঙ্ক কষতে থাকে।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.