আমাদের কথা খুঁজে নিন

   

আমি যে হালকা করে বায়ু ত্যাগ করলাম, আপনি কি কোন শব্দ শুনেছেন?

নিজেকে জানার চেষ্টা চলছে । কখনো জানতে পারলে বলবো । মুন্নী সাহা, মুন্নী সাহা---আজকের সেলিব্রিটি। সবখানে তার জয়জয়কার। মুন্নী সাহা এটা করেছেন, মুন্নী সাহা ওটা করেছেন! কয়জন সাংবাদিকের এমন ভাগ্য হয় যে তারা নিউজ বানাতে গিয়ে নিজেরাই হট নিউজ হয়ে যান! মুন্নী সাহা ইজ ওয়ান অফ দেম।

মুন্নী সাহার খ্যাতি শুরু হয় তার ইন্টারোগেটিভ নিউজ কভারেজ এর মাধ্যমে। যেকোনো ব্যাক্তিকে জেরা করে জান কয়লা করে ফেলার মত ক্ষমতা এই মহিলার আছে। সেটা দিয়েই উনি আলোচনায় এসেছিলেন। কিন্তু ইদানীং দেখা যাচ্ছে, এটা তার সৎসাহস না, এটা তার একটা জিনেটিক এক্সট্রিমিটি অথবা তার মানসিক ভারসাম্যহীনতা। উনি মড়া মানুষকেও অবলীলায় গুতা দিয়ে জিজ্ঞেস করে ফেলতে পারেন, 'এই যে, আপনি তো মরার পর বেশ সাদা হয়ে গিয়েছেন।

আপনার এই ফর্সা হবার রহস্য কি?' সাভার দুর্ঘটনাসহ বিভিন্ন স্থানে তাকে 'ভিক্টিম' এবং 'উদ্ধারকর্মীদের' জেরা করতে দেখা যায়। মাঝে মাঝে বিব্রতকর প্রশ্নও করে ফেলেন উনি, যা কিনা বিপদে পড়া মানুষকেও হতবাক করে তোলে। সে যাই হোক, এটিএন এর কর্তাব্যাক্তিদের বলছি, আপনারা অনতিবিলম্বে আপনাদের এমন একটি মূল্যবান 'জেরা মেশিনকে' সার্ভিসিং করান। তা নাহলে, উনি সার্ভিসিং এর অভাবে আরও বিগড়ে যেতে পারেন। হয়তো দেখা যাবে উনি একসময় রাস্তায় মানুষজনকে ধরে ধরে জিজ্ঞেস করছেন, "আমি যে হালকা করে বায়ু ত্যাগ করলাম, আপনি কি কোন শব্দ শুনেছেন? আমার অধিকাংশ লেখা আমি ফেসবুক স্ট্যাটাস হিসেবে প্রথম প্রকাশ করি।

আমার ফেসবুক লিঙ্কঃ http://www.facebook.com/himel.rabbit ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।