আমাদের কথা খুঁজে নিন

   

একটু হালকা রসিকতা

আমি ব্লগ লিখি মূলত - আমার স্মৃতি,আমার চিন্তা-ভাবনা এগুলোকে বাঁচিয়ে রাখার জন্য।

একটা ব্যাপার মনে হয় অনেকেই খেয়াল করেছেন, ডিসেম্বর মাস আসলেই আমরা অনেকে গাড়ীতে জাতীয় পতাকা লাগাই। এবং এতে আমরা এক ধরনের গর্ববোধ করি। খুবই স্বাভাবিক, এই মাসেই তো আমরা বাংলাদেশকে জয় করেছি। এই পর্যন্ত কোন সমস্যা নাই।

তাহলে সমস্যাটা কোথায়? আমাদের দেশের মন্ত্রীরা তাদের গাড়ীতে জাতীয় পতাকা লাগিয়ে চলাফেরা করে। এটাই নিয়ম হয়ে গেছে। পতাকা দেখে আমরা বুঝতে পারি, এটা মন্ত্রীর গাড়ী। কিন্তু যখন, ডিসেম্বর মাস আসে, তখন তো সাধারন মানুষরা ও তাদের গাড়ীতে পতাকা লাগায়। সেই সময়টাতে মন্ত্রীদের গাড়ী আর সাধারন পাবলিক এর গাড়ী মিশে একাকার হয়ে যায়।

বোঝা মুশকিল, মন্ত্রীর গাড়ী কোনটা? ব্যাপার টা আমার মাথায় আসে, গত ডিসেম্বর মাসে। ব্যাপারটাতে আমি বেশ মজা পাচ্ছিলাম। কিন্তু হটাৎ করে আমার মাথায় অন্য একটা চিন্তা ভর করে - আচ্ছা মন্ত্রীরা আমার মতো করে ব্যাপারটা লক্ষ করে যদি আইন করে বসে, সাধারন পাবলিক এর গাড়ীতে ডিসেম্বর মাসে জাতীয় পতাকা ব্যাবহার করা যাবে না। তাহলে কি হবে? ..... নাহ্ আমাদের মন্ত্রীরা মনে হয় এতোটা খারাপ না। আমাদের মন্ত্রীরা হোক সত্যিকারের দেশপ্রেমিক - এই কামনায় এই হালকা রসিকতার সমাপ্তি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.